f
আন্তর্জাতিক

আফগানিস্তানে যাত্রীবাহী বিমান বিধ্বস্ত

নগর খবর ডেস্ক : আফগানিস্তানের বাদাখশান প্রদেশের পাহাড়ি অঞ্চলে একটি যাত্রীবাহী বিমান বিধ্বস্ত হয়েছে। শনিবার (২০ জানুয়ারি) রাতে বিমানটি দুর্ঘটনায় কবলিত হয়।

আফগান সংবাদমাধ্যম তোলো নিউজ জানিয়েছে, বিমানটি নির্ধারিত রুট থেকে বিচ্যুত হয় এবং পরবর্তীতে বাদাখশানে বিধ্বস্ত হয়। সংবাদমাধ্যমটি প্রথমে জানিয়েছিল, বিধ্বস্ত হওয়া বিমানটি ভারতের এবং এটি রাশিয়ার রাজধানী মস্কোতে যাচ্ছিল।

তবে পরবর্তীতে আফগানিস্তান-তালেবান সরকারের এক কর্মকর্তা জানিয়েছেন, তারা রোববার সকালে বিমান বিধ্বস্তের তথ্য পেয়েছেন। কিন্তু এটি কোন দেশের বিমান সেটি তাৎক্ষণিকভাবে জানা যায়নি। সেখানে একটি উদ্ধারকারী দলকে পাঠানো হয়েছে বলেও জানিয়েছেন তিনি।

পরবর্তীতে ভারতের বেসরকারি বিমান চলাচল সংস্থার মহাপরিচালক (ডিজিসিএ) এক বিবৃতিতে জানিয়েছেন, দুর্ঘটনায় কবলিত হওয়া বিমানটি কোনো ভারতীয় এয়ারলাইন্সের নয়। আফগানিস্তানে যে বিমানটি বিধ্বস্ত হয়েছে সেটি মরক্কোর নিবন্ধিত একটি ছোট যাত্রীবাহী বিমান।

বিমান বিধ্বস্তের খবর নিয়ে আফগানিস্তানের সংবাদমাধ্যমগুলো ভিন্ন ভিন্ন খবর দিয়েছে। কিছু সংবাদমাধ্যমে বলা হয়েছে, এটি একটি চাটার্ড ফ্লাইড ছিল। কিছু সংবাদমাধ্যম বলছে, বিমানটি সাধারণ যাত্রী বহন করছিল। তবে এখন পর্যন্ত এ ব্যাপারে স্পষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি।

Back to top button