ইন্টারনেটে ভাইরাল ‘প্রাণীটি’ আসলে কি বলছে?
নগর খবর ডেস্ক : ফেসবুক-টুইটার থেকে শুরু করে যত জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম রয়েছে, তার সবগুলোতে গত কয়েকদিন ধরে একটি অ্যানিমেশন ভিডিও ঘুরপাক খাচ্ছে। ভিডিওটিতে দেখা যাচ্ছে ‘চীনা ভাষায়’ ভাল্লুক সদৃশ একটি ‘প্রাণী’ কথা বলছে। চীনা ভাষা না বোঝায় অনেকে এ নিয়ে নিজের মতো করে মিম বানাচ্ছেন। ভিডিওটি নিয়ে সামাজিক মাধ্যমে বেশ ভালোই মাতামাতি হচ্ছে।
এই অ্যানিমেশন ভিডিওটি আসলে তৈরি করা হয়েছে ১৯৮৬ সালের ‘এ ব্যাটার টুমোরো’ নামের একটি ছবির অংশ নিয়ে। ছবিটি তৈরি করা হয়েছিল হংকংয়ে। এটি পরিচালনা করেছিলেন জন হু।
ছবিটি অনেক পুরোনো হলেও; অ্যানিমেশন ভিডিওটি গত বছর বি টেকস অ্যানিমেশন নামের একটি প্রতিষ্ঠান তৈরি করে। এটি প্রথম প্রকাশ করা হয় চাইনিজ সামাজিক যোগাযোগমাধ্যম বিলিবিলিতে।
অনেকে প্রাণীটিকে ভাল্লুক মনে করেলও, এটি আসলে হলো বীভার। এটি ধারালো দাঁতওয়ালা একজাতীয় লোমশ উভচর প্রাণী। যেটি গাছ কেটে বাঁধ নির্মাণে দক্ষ।
ভিডিওটিতে মোটা যে প্রাণীটি দেখা যাচ্ছে, সেখানে অভিনয় করেছিলেন চো ইয়ুন- ফ্যাট। এই চরিত্রটির নাম ছিল ‘মার্ক লি’। আর যার সঙ্গে কথা বলা হচ্ছে সেখানে অভিনয় করেছিলেন তি লাং। তার চরিত্রটি ছিল ‘সাং তেসে হো।’
এই অংশে যেটি দেখানো হয়েছে সেটি হলো, ছবিটির চরিত্র ‘মার্ক লি’ হংকংয়ের অপরাধ জগতের নিয়ন্ত্রণ হারিয়েছে এবং সে খুবই মারধরের শিকার হয়েছে। এ কারণে সে খুবই হতাশ।
হতাশার সুরে সে ‘সাং তেসে হো’-কে ‘মার্ক লি’ বলছে, তাদের কিছু একটা করতে হবে।
অ্যানিমেশনের প্রাণীটি কি বলছে?
অ্যানিমেশনের প্রাণীটির ভাষা ইংরেজি ভাষায় অনুবাদ করা হয়েছে। এটি অল্প কিছু বাদে পুরোপুরি সঠিক। কথাবার্তাগুলো হলো— ‘আমার নিজস্ব নীতি আছে। আমি সারাজীবন অবিচার করতে চাই না। তুমি কি মনে করেছো আমি একজন হকার? আমি মাত্র একটি সুযোগের জন্য তিন বছর ধরে অপেক্ষা করছি। আমাকে নিজেকে প্রমাণ করতে হবে। শো অফের জন্য নয়; যা আমার সেটি পাওয়ার জন্য।’