শিক্ষাঙ্গন
একাদশে নতুন শিক্ষার্থীদের নিবন্ধনের সময় বাড়ল
একাদশ শ্রেণিতে ভর্তি হওয়া নবীন শিক্ষার্থীদের নিবন্ধনের সময় বাড়িয়ে ২০ নভেম্বর পর্যন্ত করা হয়েছে। তবে শিক্ষার্থীদের ২০ নভেম্বর বিকাল ৫টার মধ্যেই নিবন্ধনের সব কাজ শেষ করতে হবে। আগে এই নিবন্ধন প্রক্রিয়ার শেষ সময় ছিল ১২ নভেম্বর। আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২৩-২৪ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে অনলাইনের মাধ্যমে ভর্তি হওয়া শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন কার্যক্রমের সময় ২০ নভেম্বর পর্যন্ত বাড়ানো হলো। শিক্ষা বোর্ডসমূহের আওতাধীন দেশের সব উচ্চমাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানকে একাদশে ভর্তির ওয়েবসাইটে (http://xiclassadmission.gov.bd) কলেজ লগইন প্যানেলে ঢুকে শিক্ষার্থীদের নিবন্ধনের প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। সেখানে ইআইআইএন নম্বর ও পাসওয়ার্ড দিয়ে প্যানেলে লগইন করতে হবে।