f
বিএনপিরাজনীতি

এক মাসের মধ্যে নির্বাচনের রোডম্যাপ না দিলে রাজনৈতিক শক্তিগুলো পরবর্তী সিদ্ধান্ত নেবে:সালাহউদ্দিন

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেছেন, এক মাসের মধ্যে জাতীয় নির্বাচনের রোডম্যাপ ঘোষণা না করা হলে রাজনৈতিক শক্তিগুলো পরবর্তী পদক্ষেপ নিতে বাধ্য হবে। শনিবার দুপুরে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশের (আইইবি) মিলনায়তনে ‘গণতন্ত্র পুনরুদ্ধার সংগ্রামে খালেদা জিয়া এবং তারেক রহমানের ত্যাগ ও নেতৃত্ব’ শীর্ষক আলোচনা সভা ও ‘নন্দিত নেত্রী খালেদা জিয়া’ বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

সালাহউদ্দিন আহমেদ বলেন, “অন্তর্বর্তী সরকার নির্বাচনের কথা বলছে, কিন্তু যদি সৎ উদ্দেশ্য থাকে, তাহলে দেশে সংবাদ সম্মেলন করে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করুন। এক মাসের মধ্যে রোডম্যাপ না দিলে রাজনৈতিক শক্তিগুলো পরবর্তী সিদ্ধান্ত নেবে।”

তিনি আরও বলেন, “গণপরিষদ নির্বাচন সার্বভৌম স্বাধীন রাষ্ট্রে গ্রহণযোগ্য নয়। যারা গণপরিষদের কথা বলছে, তারা হয়তো গণতান্ত্রিক প্রক্রিয়াকে দীর্ঘায়িত করার ষড়যন্ত্র করছে।”

স্থানীয় সরকার নির্বাচনের প্রসঙ্গে তিনি বলেন, “৫ আগস্টের নির্বাচন মূলত গণতান্ত্রিক প্রক্রিয়াকে দীর্ঘায়িত করার একটি প্রচেষ্টা।”

সালাহউদ্দিন আহমেদ সতর্ক করে বলেন, “গণ-অভ্যুত্থানের পর আওয়ামী লীগ সুস্থ ধারার রাজনীতিতে ফিরে আসতে পারবে না। যদি তারা আবারও রাজনীতির সুযোগ পায়, তবে সেটি আমাদের রাজনৈতিক ব্যর্থতা হবে।”

তিনি উল্লেখ করেন, “৫ আগস্টের পর দেশের মানুষ আর আওয়ামী লীগের রাজনীতি চায় না। সেই দলটিকে এখনও বিচারের আওতায় আনা হয়নি, তারা শুধু মুখে অন্তর্বর্তী সরকারের কথা বলছে।”

Back to top button