![](https://nogorkhobor.com/wp-content/uploads/2024/12/Messenger_creation_DD08A205-4E04-466A-84C9-D82A88EC3206-780x470.jpeg)
![](https://nogorkhobor.com/wp-content/plugins/print-bangla-news/assest/img/print-news.png)
নিজস্ব প্রতিবেদক: এ্যাড: সাইফুল ইসলাম আলিফ হত্যার বিচারের দাবিতে মানববন্ধন করেছে লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি)।
রোববার (১ ডিসেম্বর) সকাল ১১ টায় নগরীর জিরোপয়েন্টে (এলডিপি) রাজশাহী মহানগর ও জেলা কমিটির আয়োজনে এ মানববন্ধনের আয়োজন করা হয়।
এসময় এ্যাড: সাইফুল হত্যার বিচার চেয়ে আন্দোলনকারীরা বলেন, হিন্দু- মুসলিম আমরা সকলে ভাই ভাই। কিন্তু ভারতীয় উগ্র হিন্দুত্ববাদী সংগঠন ‘ইসকন’ সদস্যরা এক অজানা শক্তির মদদে এ দেশে দাঙ্গা সৃষ্টি করার কৌশল করছে। তবে সেই দুষ্কৃতিকারীদের বলতে চাই, এদেশের মানুষ শান্তিপ্রিয়। এখানকার হিন্দু-মুসলিম ভাইদের মাঝে কোনো রকম বিভেদ কিংবা দাঙ্গা সৃষ্টি করার চেষ্টা করা হলে তাদের দাঁত ভাঙা জবাব দেওয়া হবে।
তারা বলেন, বেশকিছুদিন আগে এ্যাড: সাইফুল ইসলামকে নৃশংসভাবে যারা হত্যা করেছে তাদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। কারন পরবর্তীতে বাংলাদেশে যেনো এমন কাজ করার আগে দুষ্কৃতিকারীরা শতবার ভাবে। এ্যাড: সাইফুল ইসলাম হত্যাকারীদের দ্রুত গ্রেফতার করা না হলে আগামীতে কঠোর আন্দোলন করার ঘোষণাও দেন আন্দোলনকারীরা।
মানববন্ধনে উপস্থিত ছিলেন লিবারেল ডেমোক্রেটিক পার্টি কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক এস এম শফিউদ্দিন আজম (জুয়েল), রাজশাহী মহানগরের সহ-সভাপতি গোলাম আজম ফারুক, সাধারণ সম্পাদক মো: ওয়াহিদুজ্জামান (ডাবলু), দপ্তর সম্পাদক মোঃ শহিদুল ইসলাম সুইট, সাংগঠনিক সম্পাদক মোঃ তহিদুজ্জামান তুষার সহ অন্যন্যরা।