

লম্বা চুল, মুখ ভর্তি দাড়ি, গায়ে কয়েদির পোশাক, হাতে হাতকড়া—এমন চিত্রে রাজধানীর গুলশানে পুলিশের গাড়িতে অভিনেতা আফরান নিশোকে দেখা গেল। প্রথম দেখায় মনে হতে পারে, তাকে গ্রেপ্তার করে নিয়ে যাওয়া হচ্ছে। কিন্তু বাস্তবে বিষয়টি সম্পূর্ণ ভিন্ন।
আফরান নিশো কোনো অপরাধে জড়িত নন। আসন্ন ঈদে মুক্তি পেতে যাচ্ছে তার অভিনীত সিনেমা ‘দাগি’, এবং এই অভিনব প্রচারণার অংশ হিসেবেই তিনি কয়েদির পোশাকে সংবাদ সম্মেলনে হাজির হন।
বৃহস্পতিবার (২৭ মার্চ) রাজধানীর গুলশানের শুটিং ক্লাবে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে নিশো বলেন, “আজকের পোশাকটি ‘দাগি’ সিনেমার প্রচারের জন্য। বাইরের দেশে সিনেমার প্রচারে ভিন্নতা দেখা যায়। অনেকেই এটি ইতিবাচকভাবে নেবেন, আবার কেউ নেতিবাচকভাবে। এটি প্রচার মাধ্যমের ওপর নির্ভর করে।”
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন ‘দাগি’ সিনেমার নির্মাতা শিহাব শাহীন, দুই নায়িকা তমা মির্জা, সুনেরাহ বিনতে কামাল, অভিনেতা গাজী রাকায়েত, অভিনেত্রী মনিরা মিঠুসহ সিনেমার অন্যান্য কলাকুশলীরা।
‘দাগি’ সিনেমার শুটিং হয়েছে সৈয়দপুর, রাজশাহী ও ঢাকায়। সিনেমার বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিম, গাজী রাকায়েত, মিলি বাশার, রাশেদ মামুন অপু, এ কে আজাদ সেতুসহ অনেকে। সিনেমার গল্প, চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন নির্মাতা শিহাব শাহীন।