চট্টগ্রামধর্ম

চট্টগ্রামের আহলা দরবার শরিফের ওরশ ১৪ ডিসেম্বর

নগর খবর ডেস্ক : চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার আহলা দরবার শরিফে শাহসূফী সৈয়দ মাওলানা মাজহারুল ইসলাম আল মাইজভান্ডারির (প্রকাশ-ইসলাম মাওলা) ৪১তম ওরশ অনুষ্ঠিত হবে আগামী ১৪ ডিসেম্বর (২৯ অগ্রহায়ণ)।

রোববার (১০ সেপ্টেম্বর) ওরশ বাস্তবায়নে আহলা দরবার শরিফ কেন্দ্রিক সংগঠন আঞ্জুমানে আছাদিয়া ইসলামিয়া খেদমত পরিষদ, চট্টগ্রামের চকবাজার কাতালগঞ্জ আবাসিক এলাকার অস্থায়ী কার্যালয়ে এ উপলক্ষ্যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

 

এ বিষয়ে সংগঠনের চেয়ারম্যান শাহজাদা সৈয়দ মোহাম্মদ কুতুব উদ্দিন রাসেল জানান, আগামী ১৪ ডিসেম্বর মহাসমারোহে আহলা দরবার শরিফে ইসলাম মাওলার ওরশ অনুষ্ঠিত হবে। এ উপলক্ষ্যে দরবার শরিফ প্রাঙ্গণে নানা কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। তার মধ্যে রয়েছে খতমে কোরান, হামদ ও নাতে রাসুল, ওয়াজ মাহফিল, ফাতেহা পাঠ, যিকির, মিলাদ, দোয়া ও ছেমা মাহফিল।

আহলা দরবার শরীফের সাজ্জাদানশীন শাহজাদা সৈয়দ মোহাম্মদ কুতুব উদ্দিন রাসেলের সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন মোহাম্মদ মুসা, নুরুল কবির, ডা. মিজানুর রহমান, মাহমুদুল হক, মাওলানা মঞ্জুর হোসাইন আল কাদেরী, ডা. আজিজুল হক, মোহাম্মদ শাওন, খোরশেদ আলম মান্নান, মো. বেলাল হোসাইন, মো. রাশেদ, মো. রাসেল, মনির হোসাইন ও সাদমান সামিন।

৯৫ Comments

  1. I’m amazed, I must say. Rarely do I encounter a blog that’s both equally educative and interesting, and without a doubt, you’ve hit the nail on the head. The issue is something too few folks are speaking intelligently about. I’m very happy I found this during my search for something concerning this.

  2. The very next time I read a blog, I hope that it doesn’t fail me as much as this particular one. After all, I know it was my choice to read, nonetheless I actually believed you would probably have something interesting to say. All I hear is a bunch of crying about something that you could fix if you were not too busy seeking attention.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button