চার মিনিটে আবাহনীকে কিংসের ২ গোল
নগর খবর ডেস্ক : স্বাধীনতা কাপে আবাহনী ও বসুন্ধরা কিংসের সেমিফাইনালের প্রথমার্ধ ছিল দুর্দান্ত। দুই দলই গোলের অসংখ্য সুযোগ তৈরি করেও ফিনিশিং করতে পারেনি। দ্বিতীয়ার্ধের সাত মিনিটের মধ্যে বসুন্ধরা কিংস ২ গোল আদায় করে ফাইনালের পথে রয়েছে।
৪৮ মিনিটে আবাহনীর ফুটবলারের কাছ বল কেড়ে নিয়ে আক্রমণে যায় কিংস। বক্সের উপর থেকে সোহেল রানা দারুণ শটে গোল করেন। চার মিনিট পর আবাহনীর ডিফেন্ডার বক্সের সামনে আবার ভুল করে। কিংসের ফরোয়ার্ড সেই বল কেড়ে নিয়ে দুই জনকে কাটিয়ে ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ডরিয়েনল্টনকে পাঠান। ফাঁকা পোস্টে গোল করতে ভুল হয়নি ব্রাজিলিয়ানের।
প্রথমার্ধে বেশি গোলের সুযোগ পেয়েছিল আবাহনী। ৪ মিনিটে আবাহনী প্রথম সুযোগ পায়। ওয়াশিংটন প্রায় ৪০ গজ বল টেনে নিয়ে বক্সে ঢুকে কোনাকুনি শট নিলেও তা প্রায় পোস্ট ঘেঁষে যায়। ১০ মিনিটে কিংসের অধিনায়ক রবিনহোর শট গোলকিপার পাপ্পু হোসেন এক হাত উঁচিয়ে কোনমতে রক্ষা করেন।
১৬ মিনিটে ডান প্রান্ত দিয়ে বোবুরবেককে টপকে ওয়াশিংটন বক্সে ঢুকে জোরালো শট নিয়েছিলেন তবে গোলরক্ষক শ্রাবন সেভ করেন। কিংসের গোলরক্ষক দুর্দান্ত খেলেন। ২৪ মিনিটে এমেকা ওগবাগ বক্সের বাইরে থেকে জায়গা করে নিয়ে জোরালো শট নিয়েছিলেন তবে গোলকিপার শ্রাবনও দারুণভাবে তা রুখে দেন।
২১ মিনিটে মধ্যমাঠ থেকে এক ভুল পাসে শেখ মোরসালিন পেয়ে আগুয়ান গোলকিপার পাপ্পুকে কাটিয়ে শট নিলেও আবাহনীর জোনাথন দৌড়ে গিয়ে নিশ্চিত গোল বাঁচিয়ে দেন।