জাতীয়

ঢাকা-৮ : এগিয়ে বাহাউদ্দিন নাছিম

নগর খবর ডেস্ক : ঢাকা-৮ আসনের নির্বাচনে বেসরকারিভাবে প্রাপ্ত ফলে বিপুল ভোটে এগিয়ে আছেন আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী আ ফ ম বাহাউদ্দিন নাছিম। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হচ্ছেন জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকের প্রার্থী মো. জুবের আলম খান।

এই আসনে ৩টি কেন্দ্রের ফল পাওয়া গেছে (এ রিপোর্ট লেখা পর্যন্ত)। এতে বাহাউদ্দিন নাছিম পেয়েছেন ২১২১ ভোট, নিকটতম প্রতিদ্বন্দ্বী জুবের পেয়েছেন ৩২ ভোট।

এর আগে সকাল ৮টা থেকে শুরু হওয়া দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শেষ হয় বিকেল ৪টায়।

এবার সারাদেশে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ৩০০ আসনের মধ্যে ২৯৯টি আসনে একযোগে ভোটগ্রহণ করা হয়। নওগাঁ-২ আসনে একজন প্রার্থীর মৃত্যুর কারণে নির্বাচন বন্ধ রাখা হয়েছে। ভোটগ্রহণ শেষ হওয়ার ঠিক আগ মুহূর্তে চট্টগ্রাম-১৬ (বাঁশখালী) আসনে নৌকার প্রার্থী মোস্তাফিজুর রহমান চৌধুরীর প্রার্থিতা বাতিল করা হয়েছে।

ভোটগ্রহণ চলাকালে যশোর, লালমনিরহাট, বগুড়া, রাজধানীর হাজারীবাগসহ কিছু জায়গায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এসব ঘটনায় শিশুসহ অন্তত ৮ জন আহত হয়েছেন। এছাড়া চট্টগ্রাম, জামালপুর, ফরিদপুরসহ আরও কয়েকটি জেলায় বিক্ষিপ্ত সংঘর্ষের ঘটনা ঘটেছে। এসব ঘটনায় আহত হয়েছেন ২২ জন।

ঢাকা-৮ আসনে মোট ভোটার ২,৭০,৬৫০ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১,৫১,৯৩৮ জন, নারী ভোটার ১,১৮,৭১১ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার ১ জন।

Back to top button