f
স্বাস্থ্য ও চিকিৎসা

নন-রেসিডেন্সি ভর্তি পরীক্ষার সময়সূচি প্রকাশ

নগর খবর ডেস্ক : বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) এবং এর অধিভুক্ত সব মেডিকেল কলেজ, ইনস্টিটিউটের এমএমইডি, ডিপ্লোমা, এমফিল (পিএসএম) ও এমপিএইচ কোর্সের জুলাই ২০২৪ সেশনের নন-রেসিডেন্সি ভর্তি পরীক্ষার সময়সূচি প্রকাশিত হয়েছে। সূচি অনুযায়ী ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ৮ মার্চ।

মঙ্গলবার (৩০ জানুয়ারি) গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।

বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, ভর্তিচ্ছুরা www.bsmmu.ac.bd-তে ভর্তি সংক্রান্ত তথ্য বিস্তারিত জানতে পারবেন।

ভর্তির জন্য আগামী ২০ ফেব্রুয়ারি পর্যন্ত পূবালী ব্যাংকের যেকোনো অনলাইন শাখায় টাকা জমা দেওয়া যাবে। গত ২৯ জানুয়ারি অনলাইনে (www.bsmmu.ac.bd) শুরু হওয়া এই আবেদনপত্র পূরণ প্রক্রিয়া চলবে ২০ ফেব্রুয়ারি রাত ১১টা ৫০ মিনিট পর্যন্ত।

আর ৮ মার্চ সকাল ৯টা ৩০ মিনিট থেকে বেলা ১১টা পর্যন্ত এমফিল, এমএমইডি ও ডিপ্লোমা এবং একই তারিখে বিকেল ৩টা ৩০ মিনিট থেকে ৫টা পর্যন্ত এমফিল পিএসএম ও এমপিএইচ পরীক্ষা অনুষ্ঠিত হবে।

Back to top button