f
নাটোর

নাটোরে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় সাবেক পুলিশ সুপারের জামিন আবেদন খারিজ

নাটোরে পেশাগত দায়িত্ব পালনকালে গণমাধ্যমকর্মীদের ওপর হামলার ঘটনায় সাবেক পুলিশ সুপার এস এম ফজলুল হকের বিরুদ্ধে দায়ের করা মামলায় জামিন আবেদন খারিজ করেছেন আদালত।

মঙ্গলবার (১৮ মার্চ) দুপুরে নাটোরের চিফ জুডিশিয়াল আদালতের বিচারক আল আমীনের কাছে জামিনের আবেদন করেন বরখাস্তকৃত পুলিশ সুপারের আইনজীবী সোহেল রানা। দীর্ঘ শুনানি শেষে বিচারক জামিন আবেদন মঞ্জুর না করে আসামির জামিন খারিজ করেন। উল্লেখ্য, এদিন মামলার শুনানি আসামির অনুপস্থিতিতে অনুষ্ঠিত হয়।

নাটোর কোর্টের পুলিশ পরিদর্শক মোহা. মোস্তফা কামাল ঢাকা পোস্টকে জানান, দুপুর ১টার দিকে সাংবাদিকদের ওপর হামলার মামলার শুনানি অনুষ্ঠিত হয়। সাবেক পুলিশ সুপারের আইনজীবী জামিনের আবেদন করেন, কিন্তু আদালত তা খারিজ করে দেন।

এর আগে, ১১ মার্চ স্ত্রী মেহনাজ আক্তারের দায়ের করা নির্যাতন মামলায় আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করেছিলেন এসএম ফজলুল হক। ওইদিন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মুহাম্মদ আব্দুর রহিম তার জামিন আবেদন খারিজ করে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।

এ ঘটনায় নাটোরের গণমাধ্যমকর্মীরা হামলার সময় ভিডিও ফুটেজ ও ছবি তুলতে গেলে সাবেক পুলিশ সুপার এস এম ফজলুল হক তাদের ওপর হামলা করেন। হামলার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হলে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়। এর পরদিন নাটোরের স্থানীয় সাংবাদিক কাউছার হাবীব বাদী হয়ে দ্রুত বিচার ট্রাইব্যুনালে এসএম ফজলুল হকের বিরুদ্ধে মামলা দায়ের করেন।

Back to top button