নির্বাচনের আগেই এফসিপিএস-এমসিপিএস পরীক্ষা
নগর খবর ডেস্ক : দ্বাদশ নির্বাচনকে সামনে রেখে এক ধরনের অনিশ্চয়তার মুখেই এফসিপিএস, এমসিপিএস পরীক্ষা নিতে যাচ্ছে বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ানস অ্যান্ড সার্জন্স (বিসিপিএস)। যদিও শিক্ষার্থীদের একাংশের দাবি ছিল নির্বাচন পরবর্তী সময়ে এসব পরীক্ষা আয়োজনের।
জানা গেছে, আগের নিয়ম অনুসরণ করেই এফসিপিএস পার্ট-১ পরীক্ষা ৩ জানুয়ারি পরীক্ষা শুরু হয়ে শেষ হবে আগামী ৫ জানুয়ারি। আর এফসিপিএস ফাইনাল, প্রিলিমিনারি এফসিপিএস এবং এমসিপিএস পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ১-২ জানুয়ারি।
মঙ্গলবার (১৯ ডিসেম্বর) বিসিপিএসের অনারারি সচিব অধ্যাপক ডা. বিল্লাল আলম স্বাক্ষরিত পরীক্ষার সূচিতে এ তথ্য জানানো হয়েছে।
প্রকাশিত সূচি অনুযায়ী, রাজধানীর মহাখালীতে বিসিপিএস কেন্দ্রে এফসিপিএস ফাইনাল, প্রিলিমিনারি এফসিপিএস এবং এমসিপিএস প্রথমপত্র পরীক্ষা ১ জানুয়ারি (সোমবার) এবং দ্বিতীয়পত্র পরীক্ষা ২ জানুয়ারি (মঙ্গলবার) সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।
আর এফসিপিএস মিডটার্ম প্রথমপত্র ১১ জানুয়ারি (সোমবার) সকাল ৯টা থেকে দুপুর ১০টা ৪০ মিনিট এবং দ্বিতীয়পত্র ২ জানুয়ারি (মঙ্গলবার) সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।