পরিবহন খ্যাত সংস্কারসহ তিন দফা দাবিতে ইবিতে মানববন্ধন


ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) পরিবহন পুল, কুষ্টিয়া-খুলনা মহাসড়ক সংস্কার ও উপ-উপাচার্য অধ্যাপক ড. এম এয়াকুব আলীকে পরিবহন প্রশাসকের পদ থেকে পদত্যাগের দাবিতে মানববন্ধন করেছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন ইবি সংসদ। বুধবার (২৬ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবন চত্বরে এ কর্মসূচি পালন করে সংগঠনটি।
এসময় উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি মাহমুদুল হাসান, সাধারণ সম্পাদক নুর আলম, সহ সভাপতি উদয় দেবনাথ ও সাদিয়া মাহমুদ মীমসহ সংগঠনের অন্য সদস্যরা।
মানববন্ধনে তারা বলেন, গতকাল বিশ্ববিদ্যালয়ের জন্য এক বিভীষিকাময় দিন ছিলো। এদিন বাসচালকের গাফিলতির কারণে বৃত্তিপাড়ায় বাস দুর্ঘটনায় ২৫ জন শিক্ষার্থী আহত হয়েছে। এ পরিস্থিতির জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসন দায়ী। ক্যাম্পাসের পরিবহনের এহেন অবস্থার দ্বায় স্বীকার করে উপ-উপাচার্যকে পরিবহন প্রশাসকের পদ থেকে পদত্যাগ করতে হবে এবং যোগ্য ও দায়িত্বপরায়ণ একজন শিক্ষককে পরিবহন প্রশাসক হিসেবে নিয়োগ দিতে হবে।
এছাড়া তারা বলেন, প্রশাসন দীর্ঘদিন ধরে ফিটনেসবিহীন ও অদক্ষ বাসচালকের মাধ্যমে শিক্ষার্থীদের চলাচলের ব্যবস্থা করে রেখেছে। অনতিবিলম্বে ইবির পরিবহন পুল থেকে ফিটনেসবিহীন সব বাস অপসারণ করতে হবে এবং অযোগ্য, অপ্রশিক্ষিত ও উদ্ভট মস্তিষ্কের চালকদের বাদ দিতে হবে। বিশ্ববিদ্যালয়ের গাড়ি চালকদের জন্য বিশেষ প্রশিক্ষণ ও কাউন্সিলিং এর ব্যবস্থা করতে হবে। বিশ্ববিদ্যালয়ের পরিবহন পুলে নতুন বাস যুক্ত করতে হবে। এছাড়া খুলনা -কুষ্টিয়া মহাসড়কে বৃত্তিপাড়া থেকে ক্যাম্পাস পর্যন্ত রাস্তার মর্মান্তিক অবস্থা। প্রশাসনের কাছে দাবি উর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলে দ্রুত এ মহাসড়ক সংস্কার করতে হবে।
মানববন্ধনে সংগঠনের সভাপতি মাহমুদুল হাসান বলেন, বলেন, আপনারা শত শত শহীদের রক্তের উপর দাঁড়িয়ে আছেন। আপনারা আর টালবাহানা করে পরিবহন সেক্টরকে ধ্বংস করবেন না। আমরা বিশ্ববিদ্যালয়ে ভাড়ায় চালিত বাস আর দেখতে চাই না। আমরা আশা করি আপনারা বিশ্ববিদ্যালয়ের নিজস্ব অর্থায়নে বাস ক্রয় করে শিক্ষার্থীদেরকে সঠিক পরিবহন ব্যবস্হা করে দিবেন।
উল্লেখ্য, গতকাল (মঙ্গলবার) সকাল সাড়ে ১০ টায় শিক্ষার্থীবাহী ভাড়ায় চালিত একটি বাস কুষ্টিয়া শহর থেকে ক্যাম্পাসে ফেরার পথে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে খাদে পড়ে ২৫ জনের অধিক শিক্ষার্থী আহত হয়।
এদিকে ৫ আগস্ট আওয়ামী সরকার পতনের পর পরিবহন প্রশাসক পদ থেকে পদত্যাগ করেন ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক ড. আনোয়ার হোসেন। পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগের পর ৩০ সেপ্টেম্বর পদটিতে আল-কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. এয়াকুব আলীকে পরিবহন প্রশাসক হিসেবে ‘অনির্দিষ্টকালের জন্য’ নিয়োগ দেন উপাচার্য অধ্যাপক ড. নকীব এম নসরুল্লাহ। পরবর্তীতে তিনি ২ ডিসেম্বর উপ-উপাচার্য পদে নিয়োগ পান। তবে এই পদে নিয়োগ হওয়ার পরেও তিনি পরিবহন প্রশাসক পদ ছাড়েননি। উপাচার্যও গুরুত্বপূর্ণ এই দপ্তরটিতে তাকে পরিবর্তন করেননি।