f
খেলা

বছরে ৯৪ কোটি টাকা কর দেন কোহলি

বিরাট কোহলির সম্পদ কতটুকু? গুগোল ঘাটতে গেলে নানারকম তথ্য দেখা যায়। তবে তার সম্পদের একটা অনুমান করা যেতে পারে ট্যাক্সের অঙ্ক থেকে। কিং কোহলি বছরে শুধু আয়করই দেন ৬৬ কোটি রুপি, যা বাংলাদেশি মুদ্রায় বর্তমানে প্রায় ৯৪ কোটি টাকা!

ভারতের ধনাঢ্যরা কে কত টাকা আয়কর দেন, সম্প্রতি এর হালনাগাদকৃত তালিকা প্রকাশ করা হয়েছে। সেখানে ক্রিকেটারদের মধ্যে কোহলিই সবার শীর্ষে। দ্বিতীয় স্থানে আছেন কিংবদন্তি সাবেক অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। বছরে ৩৮ কোটি রুপি বা ৫৪ কোটি টাকা ট্যাক্স দেন তিনি। এছাড়া শচীন টেন্ডুলকার ২৮ কোটি রুপি বা ৪০ কোটি টাকা, সৌরভ গাঙ্গুলি ২৩ কোটি রূপি বা সাড়ে ৩২ কোটি টাকা, হার্দিক পান্ডিয়া ১৩ কোটি রুপি বা সাড়ে ১৮ কোটি টাকা এবং রিশভ পান্ট ১০ কোটি রুপি বা সোয়া ১৪ কোটি টাকা ট্যাক্স পরিশোধ করেন।

সেলেব্রিটিদের মধ্যে সবার উপরে আছেন আরেক কিং- বলিউড সুপারস্টার ও কলকাতা নাইট রাইডার্সের মালিক শাহরুখ খান। বছরে ৯২ কোটি রুপি বা ১৩০ কোটি টাকা কর দেন তিনি। এছাড়া তামিল হিরো বিজয় ৮০ কোটি রুপি বা সাড়ে ১১৪ কোটি টাকা, সালমান খান ৭৫ কোটি রুপি বা সাড়ে ১০৬ কোটি টাকা ও অমিতাভ বচ্চন ৭১ কোটি রুপি বা ১০১ কোটি টাকা অর্থাৎ এই ৪ জনের প্রত্যেকেই কোহলির চেয়ে বেশি কর পরিশোধ করেন।

বিডিক্রিকটাইম এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
ক্রিকেটারদের তালিকায় শীর্ষ পাঁচে নেই অধিনায়ক রোহিত শর্মার নাম। তবে তিনি ঠিক কত টাকা ট্যাক্স পরিশোধ করেন তা জানা যায়নি। তবে তাই বলে রোহিতের ব্র্যান্ড ভেল্যু কম, এমনটি ভাবার কোনো সুযোগ কিন্তু নেই!

Back to top button