f
স্বাস্থ্য ও চিকিৎসা

শীতকালে রোগমুক্ত থাকতে প্রতিদিন খান ওল

নগর খবর ডেস্ক : শীতে ঘরে ঘরে সর্দি-কাশির প্রকোপ। তবে এমন কিছু খাবার আছে, যা পাতে রাখলে শীতকালীন নানা শারীরিক সমস্যার হাত থেকে রেহাই মেলে, সুস্থ থাকা যায়। সেগুলো কী, দেখে নেওয়া যাক এক এক করে।

সজনে গাছকে বলা হয় পুষ্টির ভাণ্ডার। সজনে মূল, কাণ্ড, বাকল এবং পাতায় অনেক ধরনের স্বাস্থ্যের পক্ষে উপকারী বৈশিষ্ট্য লুকিয়ে রয়েছে। প্রাচীন আয়ুর্বেদিক গ্রন্থেও সজনের উল্লেখ রয়েছে। সজনেতে এমন অনেক বৈশিষ্ট্য রয়েছে যা হার্ট অ্যাটাক এবং ক্যানসারের মতো রোগ দূর করে। সজনে গাছ এবং এর বীজে লুকিয়ে রয়েছে পুষ্টির ভাণ্ডার। শুধু তাই নয়, এর শিকড় ও বাকলও নানা পুষ্টিগুণে পরিপূর্ণ।

সজনে অ্যান্টিবায়োটিক, বেদনানাশক, অ্যান্টিঅক্সিডেন্ট, অ্যান্টি-ইনফ্লেমেটরি, অ্যান্টিক্যানসার, অ্যান্টিডায়াবেটিক, অ্যান্টিভাইরাল, অ্যান্টিফাঙ্গাল এবং অ্যান্টিএজিং হিসেবে কাজ করে। এর পাতায় উচ্চ পরিমাণে ক্যালসিয়াম পাওয়া যায়। প্রায় ১০০ গ্রাম সজনে পাতায় ৪৪৪ মিলিগ্রাম ক্যালসিয়াম থাকে।

মাটির নিচে জন্মায় বলে ওলকে বলা হয় পুষ্টির ভান্ডার। ওল নিয়মিত সেবন করলে পাইলসের মতো মারাত্মক রোগেরও চিকিৎসা করা যায়। ওলের নির্যাস আমাদের শরীরে নানা ধরনের রোগ সারাতে উপকারী। ওলে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম, ফসফরাস, ম্যাঙ্গানিজ, ম্যাগনেসিয়াম, সেলেনিয়াম, কপার ও আয়রন পাওয়া যায়। শুধু তাই নয়, ওলে উচ্চ পরিমাণে ক্যালোরি থাকে, তাই ওল সেবন করলে শরীরে তাৎক্ষণিক শক্তি পাওয়া যায়।

যদি আমরা শীতকালে প্রতিদিন ১০০ গ্রাম থেকে ১৫০ গ্রাম ওল খাই তাহলে আমাদের শরীরে আর কোনও রোগ থাকবে না। তাই শারীরিক দুর্বলতা, রক্তচাপ ও ডায়াবেটিসের মতো রোগ এড়াতে এটি নিয়মিত খাওয়া উচিত।

তিল সুপার ফুড হিসাবে বিবেচিত হয়। তিলের বীজে অ্যান্টি-অক্সিডেন্ট এবং ওমেগা ৩ ফ্যাটি অ্যাসিড থাকে। তিল খেলে রক্তচাপ নিয়ন্ত্রণে থাকে। তিলের বীজ খেলে ক্যানসারের মতো দুরারোগ্য রোগ থেকে মুক্তি পাওয়া যায়। তিলের বীজে ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম এবং গুড ফ্যাটের মতো অনেক পুষ্টিকর উপাদান পাওয়া যায়। যা হাড় মজবুত করতে, ফোলাভাব কমাতে এবং হার্ট সংক্রান্ত রোগ দূর করতে সাহায্য করে।

ফ্ল্যাক্সসিড স্বাস্থ্যের জন্য খুবই উপকারী বলে মনে করা হয়। এতে ভিটামিন বি ১, প্রোটিন, ফাইবার, ওমেগা ৩ ফ্যাটি অ্যাসিড, ম্যাঙ্গানিজ, কপার এবং জিঙ্কের মতো অনেক পুষ্টিকর উপাদান থাকে। নিয়মিত ফ্ল্যাক্সসিড খেলে নানা উপকার পাওয়া যায়। বিশেষ করে শীতকালে এটি খেলে অনেক রোগ থেকে মুক্তি পাওয়া যায়। এটি খেলে শরীরে উষ্ণতা আসে, উচ্চ কোলেস্টেরল কমাতে এবং ওজন কমাতেও এটি সহায়ক। সূত্র- নিউজ

Back to top button