f
খেলা

আইপিএল নিলামে কত দাম পেতেন রোহিত-কোহলিরা?

নগর খবর ডেস্ক : দুবাইয়ে প্রথমবারের মতো দুদিন আগে হয়ে গেল ২০২৪ আইপিএলের মিনি নিলাম। নামটা ‘মিনি’ হলেও, আইপিএল ইতিহাসের সর্বোচ্চ দামের রেকর্ড হয়েছে এবার। সেই রেকর্ড প্রথমে গড়েন অস্ট্রেলিয়ান অধিনায়ক প্যাট কামিন্স। কিন্তু তার সাড়ে ২০ কোটি রুপি দামের রেকর্ড মাত্র ঘণ্টাখানেক শীর্ষে ছিল। কারণ এরপরই যে মিচেল স্টার্ককে ২৪ কোটি ৭৫ লাখ রুপি দামে নেয় কলকাতা নাইট রাইডার্স। এরপর থেকে ভারতীয় বিশ্লেষকদের অভিযোগ— বিদেশি ক্রিকেটাররা অঢেল টাকা নিয়ে যাচ্ছে। রোহিত-কোহলিসহ স্থানীয় ক্রিকেটাররা ওই তুলনায় কম মূল্য পাচ্ছেন বলেও দাবি তাদের।

এ নিয়ে ভারতীয় উইকেটরক্ষক ব্যাটসম্যান দীনেশ কার্তিক বলছেন, ‘ক্রিকেটাররা সরাসরি মিনি নিলামে অংশ নিক, আমি এই বিষয়টার সমর্থন করি না। আমি মনে করি বিদেশি ক্রিকেটার এবং তাদের এজেন্টরা বিষয়টিকে বেশ চালাকির সঙ্গে নিজেদের স্বার্থে ব্যবহার করছেন। আমি মনে করি, বিসিসিআই এই সমস্যার সমাধান করতে পারে। এই বিষয়টির কয়েকটি সমাধান আমি ক্রিকবাজে আমার সাম্প্রতিকতম ভিডিওতে দিয়েছি।’

মেগা নিলাম তিন বছরে একবার হয়। বাকি দুই বছর হয় মিনি নিলাম। সেখানে কোটি কোটি টাকা দিয়ে বিদেশি ক্রিকেটারদের কেনা প্রসঙ্গে কার্তিক বলেন, অনেক বিদেশি ক্রিকেটার রয়েছে, যারা মেগা নিলামে অংশ না নিয়ে মিনি নিলামে অংশ নেয়। কারণ তারা জানে, মিনি নিলামে দলগুলোর নির্দিষ্ট স্লট ফাঁকা থাকে। ওই স্লট পূরণ করতে দলগুলো অলআউট ঝাঁপাবে, সেটা তারা ভালোভাবেই জানে। আর সেখানেই তাদের অতিরিক্ত টাকা কামিয়ে নেওয়ার রাস্তা থাকে। এটার সুযোগ তারা নেয়।

এদিকে, ভারতের সাবেক ক্রিকেটার ও বর্তমানে ধারাভাষ্যকার আকাশ চোপড়াও বিষয়টি নিয়ে মুখ খুলেছেন। দলের প্রতি আনুগত্য দেখাতে গিয়ে বিরাট কোহলি, রোহিত শর্মা কিংবা জাসপ্রিত বুমরাহদের মতো ভারতীয়রা কম দাম পাচ্ছে বলে মত তার। আকাশ চোপড়া বলেন, ‘স্টার্কের দাম ২৫ কোটি হলে, বুমরাহর ৩৫ কোটি এবং কোহলির ৪২ কোটি রুপি হওয়া উচিৎ। বিশ্বের সেরা বোলার কে? আইপিএলের সেরা বোলার কে? তার নাম জাসপ্রিত বুমরাহ। সে পায় ১২ কোটি এবং স্টার্ক পায় প্রায় ২৫ কোটি, এটা ভুল। কারও টাকা পাওয়া নিয়ে আমার ক্ষোভ নেই। তবে আমি চাই সবাই অনেক বেতন পাক, কিন্তু এত পার্থক্য কেন হবে?’

দলগুলোর প্রতি কোহলি-বুমরাহরা আনুগত্য না দেখিয়ে যদি ছেড়ে দিতেন, তাহলে আরও বেশি দাম পেতেন বলে দাবি এই বিশ্লেষকের, ‘এটা ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ। একজনকে এত কম আর অন্যকে এত বেশি পারিশ্রমিক দেওয়া হচ্ছে কীভাবে? আগামীকাল যদি বুমরাহ মুম্বাইকে বলে ‘‘দয়া করে আমাকে ছেড়ে দিন এবং আমি নিলামে আমার নাম রাখব’’। অথবা যদি কোহলি বেঙ্গালুরুর কাছেও একই দাবি করেন— তাহলে তাদের দাম বাড়বে, তাই না? এটি কীভাবে হওয়া উচিৎ? যদি এই নিলাম বাজার সিদ্ধান্ত নেয় যে স্টার্কের দাম ২৫ কোটি, তাহলে এটিও সিদ্ধান্ত নেবে যে কোহলির মূল্য ৪২ কোটি বা বুমরাহ ৩৫ কোটি। যদি তা না হয়, তাহলে সমস্যা আছে।’

উল্লেখ্য, আগামী ২২ মার্চ থেকে আইপিএল আসর শুরুর আভাস দিয়েছে ভারতীয় গণমাধ্যমগুলো। এর আগে এবারের নিলামে ৩৩৩ জন ক্রিকেটারের নাম ছিল। সেখান থেকে দল পেয়েছেন মোট ৭২ জন ক্রিকেটার। নিলাম থেকে সবচেয়ে বেশি ক্রিকেটার কিনেছে কলকাতা। তারা দলে ভিড়িয়েছে মোট ১০ জন। তাছাড়া দিল্লিতে গেছে ৯ জন। মুম্বাই, হায়দরাবাদ,পাঞ্জাব ও গুজরাট ৮ জন করে ক্রিকেটার কিনেছে। ৬ জন করে ক্রিকেটার নিয়েছে বেঙ্গালুরু, চেন্নাই ও লখনৌ। নিলামে সবচেয়ে নিরব ছিল রাজস্থান। তারা কিনেছে মোট ৩ জন ক্রিকেটার।

Back to top button