f
রাজনীতি

আমরা ছাত্র রাজনীতি নিষিদ্ধ চাই না, আমরা যৌক্তিক সংস্কার চাই: শিবিরের কেন্দ্রীয় সভাপতি

বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কুষ্টিয়া অঞ্চলের সাথী সম্মেলন-২০২৪ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৭ সেপ্টেম্বর) সকালে কুষ্টিয়ার কুমারখালী উপজেলার আলাউদ্দিন নগর শিক্ষা পল্লী পার্কের অডিটোরিয়ামে এই সম্মেলন হয়।

কুষ্টিয়া শহর শিবিরের সভাপতি হাফেজ সেলিম রেজার সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি মঞ্জুরুল ইসলাম।

এ সময় শিবির সভাপতি বলেন, আমরা ছাত্র রাজনীতি নিষিদ্ধ চাই না, আমরা যৌক্তিক সংস্কার চাই।

এ ছাড়াও ছাত্র শিবিরের প্রতিটি কর্মীকে পড়াশোনার পাশাপাশি সুন্দর রাষ্ট গঠনে নিজ নিজ স্থান থেকে কাজ করার আহ্বান জানান তিনি।

প্রধান অতিথির বক্তব্যে তিনি আরও বলেন ‘বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাথী ভাইদের দিনে সাংগঠনিক কাজ করার পাশাপাশি গভীর রাতে জায়নামাজে বসে চোখের পানি ফেলে আল্লাহর সাহায্য চাইতে হবে।’

তিনি আরও বলেন, ‘বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমাদের জোড়ালো আবেদন বিগত ফ্যাসিস্ট সরকারের প্রণিত শিক্ষা ব্যবস্থাকে পরিবর্তন করে খুব দ্রুত নতুন আলোকে শিক্ষা ব্যবস্থা প্রণয়ন করতে হবে।’

আরও পড়ুন: ঢাবি শিবির সভাপতিকে নিয়ে আলজাজিরার সাংবাদিকের ফেসবুক পোস্ট

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় জামায়াতের শুরা সদস্য ও কুষ্টিয়া জেলা জামায়াতের আমীর অধ্যাপক আবুল হাশেম এবং ছাত্র শিবিরের কেন্দ্রীয় শিক্ষা সম্পাদক মো. সুহাইল।

এ সময় কুষ্টিয়া জেলা শিবিরের সভাপতি ইমরান হোসেন, চুয়াডাঙ্গা জেলা, মেহেপুর জেলা, ঝিনাইদহ জেলা ও শহর শাখার সভাপতিসহ শিবিরের প্রায় ১৫০০ সাথী উপস্থিত ছিলেন।

Back to top button