f
দেশিবিনোদন

আমার প্রেম হলে ওদের কী সমস্যা: পরীমণি

অবশেষে পরীমণির দীর্ঘদিনের ইচ্ছা পূর্ণ হচ্ছে। কলকাতার সিনেমা জগতে পা রেখেছেন তিনি, আর তা ঘটছে তার নতুন ছবি ‘ফেলুবক্সী’র মাধ্যমে। এটি মুক্তি পাবে আগামীকাল, শুক্রবার। দেবরাজ সিনহার পরিচালনায় ছবিটি মুক্তির আগেই পরীমণি পশ্চিমবঙ্গের এক গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন, সিনেমা এবং ব্যক্তিগত জীবন নিয়ে নানা কথা শেয়ার করেছেন তিনি।

অনুরাগীরা মনে করছেন, পরীমণি আবার প্রেমে রয়েছেন, কিন্তু এই বিষয়ে পরীমণি সোজা ভাষায় বলেন, ‘আমার আর প্রেম আসে না। আমি প্রেমের ওই জোন থেকে বেরিয়ে এসেছি।’ তিনি আরও বলেন, ‘সবাই আমার প্রেম নিয়ে খুব বেশি আগ্রহী, কিন্তু আমি তো আর প্রেমে মত্ত নয়। আমি খুশি থাকতে চাই, এবং আশা করি অন্যরা আমার ব্যক্তিগত জীবন নিয়ে অতিরিক্ত উৎসাহ দেখাবে না।’

পরীমণি বলেন, তিনি আর দুষ্টুমি করতে চান না এবং নতুন প্রেমে পড়ারও কোনো ইচ্ছা নেই। জীবন তাকে অনেক কিছু শিখিয়েছে এবং তিনি এখন শান্ত ও স্থির থাকতে চান। ‘‘প্রেমের কোটা শেষ,’’ মন্তব্য করে তিনি বলেন, ‘‘আমি এমনিতেই অনেক প্রেম করেছি, যা হয়তো ইন্ডাস্ট্রিতে আর কেউ করেনি।’’

তবে, এই ইন্ডাস্ট্রিতে তার কাজের প্রতি নিষ্ঠা বদলেছে, এবং তার পুত্র পদ্মের দিকে তার মনোযোগ এখন পুরোপুরি নিবদ্ধ। একক মা হিসেবে সন্তানকে পালন করার পাশাপাশি পেশাগত জীবনে এগিয়ে যেতে চান তিনি।

এছাড়া, কলকাতায় বাড়ি কেনার কথা বলেও পরীমণি মন্তব্য করেছেন, ‘‘একটি বাড়ি কিনব ভাবছি,’’ আর ফুচকা ও রসগোল্লা খেতে ভালোবাসেন বলেও জানান তিনি।

‘ফেলুবক্সী’তে অভিনয়ের প্রস্তাব পাওয়ার পর, পরীমণি বললেন, ‘‘কখনো ভাবিনি অভিনয় করতে, কিন্তু চরিত্রটা শুনে না বলতে পারিনি।’’ প্রযোজক সোহম চক্রবর্তী এবং তার শুটিংয়ের অভিজ্ঞতা নিয়েও কথা বলেন তিনি, এবং জানান যে, সোহম দার সহযোগিতা ছিল অসাধারণ।

তবে, সোহম চক্রবর্তীর রাজনৈতিক অবস্থান নিয়ে প্রশ্ন করলে, পরীমণি বলেন, ‘‘সোহম দার সঙ্গে কাজ করার সময় তার দেহরক্ষীদের উপস্থিতি কিছুটা অস্বস্তিকর ছিল, কিন্তু তিনি সুন্দরভাবে বিষয়টি সমাধান করেছেন।’’

Back to top button