f
তথ্যপ্রযুক্তি

ইন্টারনেটের দাম ১০% কমানোর সিদ্ধান্ত, এপ্রিল থেকে কার্যকর

বাংলাদেশে সব ধরনের ইন্টারনেটের দাম আগামী এপ্রিল মাস থেকে ১০ শতাংশ কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস পিএলসির (বিএসসিপিএলসি) ব্যবস্থাপনা পরিচালক মো. আসলাম হোসেন রোববার (২৩ মার্চ) ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, শনিবার (২৩ মার্চ) বিএসসিপিএলসি-এর বোর্ড সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়েছে এবং শিগগিরই আনুষ্ঠানিক ঘোষণা আসবে।

প্রধান উপদেষ্টার ডাক টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব বলেন, সরকার ইন্টারনেটের দাম কমানোর জন্য বিভিন্ন উদ্যোগ গ্রহণ করছে। পাইকারি পর্যায়ে মূল্য কমানোর এই সিদ্ধান্তের ফলে আন্তর্জাতিক গেটওয়ে লেভেলে সব ব্যান্ডউইথের দাম ১০ শতাংশ কমবে।

এছাড়া, মোবাইল কোম্পানিগুলোকে ডিডব্লিউডিএম (DWDM) সুবিধা দেওয়ার মাধ্যমে ট্রান্সমিশন খরচ ৩৯ শতাংশ কমানোর পরিকল্পনা রয়েছে। টেলিকম অপারেটরদের সঙ্গে আলোচনা হয়েছে এবং তারা ভোক্তা পর্যায়ে ইন্টারনেটের দাম ১০ শতাংশ পর্যন্ত কমানোর আশা প্রকাশ করেছেন।

আগামী বছরের মাঝামাঝি তৃতীয় সাবমেরিন ক্যাবল সিমিউই-৬ এর সঙ্গে বাংলাদেশ যুক্ত হবে বলেও তিনি জানান।

গত ফেব্রুয়ারিতে, তৎকালীন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি উপদেষ্টা মো. নাহিদ ইসলাম ইন্টারনেটের দাম কমানোর উদ্যোগের কথা জানিয়েছিলেন।

Back to top button