f
আন্তর্জাতিক

ইসরায়েলি হামলায় গাজায় ৪০০ জনের বেশি ফিলিস্তিনি নিহত, যুদ্ধবিরতি ভঙ্গ

পবিত্র রমজান মাসে যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে দখলদার ইসরায়েল গাজায় নির্বিচার হামলা চালিয়েছে, যার ফলে গত দুই দিনে অন্তত ৯৭০ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিসংখ্যান অনুযায়ী, সোমবার দুপুর পর্যন্ত ইসরায়েলি হামলায় প্রাণহানির সংখ্যা ৪৮ হাজার ৫৭৭ জনে পৌঁছায়, যা বুধবার দুপুরে বেড়ে ৪৯ হাজার ৫৪৭ জনে দাঁড়িয়েছে।

ইসরায়েলি বাহিনী সোমবার রাত থেকে গাজায় হামলা শুরু করে, যা জানুয়ারিতে শুরু হওয়া যুদ্ধবিরতি চুক্তির পর সবচেয়ে প্রাণঘাতী বলে উল্লেখ করা হয়েছে।

এছাড়া, গাজায় জাতিসংঘের একটি ভবনে ইসরায়েলি সামরিক বাহিনীর হামলায় অন্তত একজন বিদেশি কর্মী নিহত এবং পাঁচজন গুরুতর আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে আল-আকসা শহীদ হাসপাতালে পাঠানো হয়েছে।

সূত্র: এএফপি।

Back to top button