এসএসসি ও সমমানের পরীক্ষায় প্রশ্নফাঁস ঠেকাতে ৩৪ দিন কোচিং সেন্টার বন্ধ থাকবে


এসএসসি ও সমমানের পরীক্ষায় প্রশ্নফাঁস ও গুজব ঠেকাতে শিক্ষা মন্ত্রণালয় বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। ১০ এপ্রিল থেকে ১৩ মে পর্যন্ত, মোট ৩৪ দিন সারাদেশের সব ধরনের কোচিং সেন্টার বন্ধ থাকবে। এসময় পরীক্ষা কেন্দ্র এবং প্রশ্ন পরিবহনে দায়িত্বপ্রাপ্ত আইন-শৃঙ্খলা বাহিনী সজাগ থাকবে এবং গুজব কিংবা প্রশ্নফাঁস সংক্রান্ত যেকোনো কার্যক্রমের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।
ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বৃহস্পতিবার এ নির্দেশনা প্রকাশ করেছে। বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দার জানিয়েছেন, শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা ওয়েবসাইটে আপলোড করা হয়েছে এবং প্রতিবছর এই ব্যবস্থা নেয়া হয়।
নতুন নির্দেশনায় বলা হয়েছে, পরীক্ষা কেন্দ্রের আশেপাশে সমস্ত ফটোকপি মেশিন পরীক্ষা চলাকালীন বন্ধ রাখা হবে এবং সুষ্ঠু, সুন্দর ও নকলমুক্ত পরিবেশ নিশ্চিত করতে পরীক্ষার পর দ্রুত উত্তরপত্র সংশ্লিষ্ট ডাক বিভাগে পাঠানো হবে।