কবিতার ঘর
রত্নভান্ডারে সাজিয়েরা
জার রাজত্বে কবি রাজা বনে যায়।
শব্দের চিত্রকল্প নবায়ন করে
কাব্যিক গৃহস্থালি রক্ষণাবেক্ষেণের দায়িত্ব নেয়,
ক্লান্তিহীন শব্দচাষি।
পরিণত বয়সে পা ফেলে
প্রশান্তির ছায়ায় প্রত্যাশিত সুফলার সুখ খোঁজে
রাজর্ষী কাব্যচাষি
Enter something special: