আয়কর পরিশোধে ‘অটোমেটেড চালান’ বা ‘এ চালান’ নিয়ে ধূম্রজাল কাটছে না। এ বছর চালু হওয়া নতুন আয়কর আইনের আওতায় এ চালানের মাধ্যমে ব্যক্তিশ্রেণির করদাতার কর পরিশোধের বাধ্যবাধকতা আছে। চলতি বছর জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) যে আয়কর নির্দেশিকা তৈরি করেছে, তাতে এমন বাধ্যবাধকতার কথা বলা হয়েছে। কিন্তু বিষয়টি নিয়ে তেমন প্রচারণা না থাকায় বিপাকে পড়েছেন করদাতারা। অনেকেই এ চালানের বিষয়ে জানেন না। আবার ‘এ চালান’ কীভাবে করতে হয়, অনেকে তা–ও জানেন না।