নগর খবর ডেস্ক : ঘরোয়া ফুটবলে চিরকালীন শিরোপা দ্বৈরথ ছিল আবাহনী-মোহামেডান। গত কয়েক বছরে সেই দ্বৈরথ পরিবর্তন হয়ে দাড়িয়েছে আবাহনী ও বসুন্ধরা কিংসে। সাম্প্রতিক সময়ে বসুন্ধরা কিংসের প্রধান প্রতিপক্ষ আবহনী জিততে ব্যর্থ হলেও মোহামেডান ঠিকই জয়লাভ করছে। গত মৌসুমে বসুন্ধরা কিংসকে সেমিফাইনালে হারিয়ে ফাইনালে উঠেছিল মোহামেডান। চলতি মৌসুমে স্বাধীনতা কাপের ফাইনালে গোপালগঞ্জে ১-০ গোলে এগিয়ে থেকেও শেষ পর্যন্ত হেরেছে সাদা-কালোরা। সেই হারের প্রতিশোধই নিয়েছে আজ প্রিমিয়ার লিগের ম্যাচে।
কিংস অ্যারেনায় বসুন্ধরা কিংসকে প্রথমবারের মতো হারিয়ে প্রতিশোধ শব্দটাই উল্লেখ করলেন বাংলাদেশের ফুটবলের অন্যতম কিংবদন্তী মোহামেডানের হেড কোচ আলফাজ আহমেদ, ‘স্বাধীনতা কাপে চ্যাম্পিয়ন হয়ে তারা ফেডারেশন কাপের সেমিফাইনালের প্রতিশোধ বলেছিল। তাই আমিও বলব, এটা স্বাধীনতা কাপের ফাইনালের হারের একটা প্রতিশোধ।’
গোপালগঞ্জের শেখ ফজলুল হক মনি স্টেডিয়ামে মোহামেডান এগিয়ে গিয়েও চ্যাম্পিয়ন হতে পারেনি। আজ লিগের ম্যাচে অবশ্য এমনটা ঘটেনি। দুই মাসের মধ্যে দুই ম্যাচের পার্থক্য করলেন মোহামেডানের কোচ, ‘ঐ ম্যাচে আমাদের গুরুত্বপূর্ণ অনেক খেলোয়াড় ছিল না। আজকের ম্যাচে কিংস অনেক সময় চাপ দিলেও ম্যাচের নিয়ন্ত্রণ ও কর্তৃত্ব আমাদেরও ছিল। কখনো ম্যাচ থেকে ছিটকে যাইনি।’
আজকের ম্যাচের মূল পার্থক্য গড়ে দিয়েছে ৪০ মিনিটে মিনহাজুর আবেদীন রাকিবের গোল। প্রায় ৩৫ গজ দূর থেকে দূরপাল্লার শটে গোলদাতা মিনহাজুর সম্পর্কে কোচের মন্তব্য, ‘বছর পাচেক ধরেই সে লিগে খেলছে। মোহামেডানেই দুই বছরের বেশি। আজ দুর্দান্ত গোল করায় চোখে পড়েছে। এ রকম শট নেয়ার দারুণ দক্ষতা রয়েছে তার।’
মোহামেডানের হেড কোচের দায়িত্বে গত মৌসুমের মাঝামাঝি থেকে। তার অধীনে মোহামেডান ফেডারেশন কাপ জিতেছে। এবার স্বাধীনতা কাপে রানার্স আপ হয়েছে। ঐ দু’টি অর্জনের চেয়ে আজকের জয়টি কোনো অংশ কম নয় তার কাছে, ‘শিরোপার সঙ্গে অন্য কিছুর তুলনা হয় না। কিংসকে মোহামেডান এর আগেও হারিয়েছে। তবে আজকের হারটি অনন্য। কারণ কিংস অ্যারেনায় দেশি-বিদেশি দলগুলোর মধ্যে মোহামেডানই কিংসকে হারিয়েছে। তাই কিংস অ্যারেনায় বিশেষভাবে থাকবে মোহামেডানের নামও।’
১৭ ফেব্রুয়ারি বাংলাদেশ প্রিমিয়ার লিগে বসুন্ধরা কিংস-পুলিশ ম্যাচ দিয়ে কিংস অ্যারোনায় যাত্রা শুরু। এই ভেন্যুতে জাতীয়-আন্তর্জাতিক ৩১ টি ম্যাচে অপরাজিত ছিল বসুন্ধরা কিংস। ৩২ তম ম্যাচে এসে হারের তেতো স্বাদ গ্রহণ করতে হলো টানা চার বারের লিগ চ্যাম্পিয়নকে। কিংস অ্যারেনার এই জয়ে মোহামেডান উঠে এসেছে শিরোপা লড়াইয়ে।
মোহামেডানের কোচ আলফাজ আহমেদের দৃষ্টিতে লিগ এখন উন্মুক্ত, ‘আমরা কিংসের চেয়ে মাত্র এক পয়েন্ট পেছনে। আবাহনীর সঙ্গে কিংসের ব্যবধান এখন আট থেকে পাঁচ। আজকের ম্যাচের পর শিরোপা লড়াইটা আবার তীব্র হলো। আমরা মোহামেডান অবশ্যই এখন শিরোপার জন্য লড়ব।’
মোহামেডান শিবিরে যেমন উল্লাস এর বিপরীত চিত্র স্বাগতিক কিংস অ্যারেনায়। প্রথম হোম ম্যাচের হারে তারা শোকাচ্ছন্ন। কিংসের কোচ অস্কার ব্রুজোনের কাছ থেকে প্রথম হোম ম্যাচ হারার ব্যাখ্যা পাওয়া যায়নি।