f
আন্তর্জাতিক

গাজায় ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা ৩৪০ ছাড়িয়েছে, অন্তঃসত্ত্বা নারীও নিহত

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা ৩৪০ ছাড়িয়েছে, যার মধ্যে অনেকেই নারী ও শিশু। গাজার মধ্যাঞ্চলে এক অন্তঃসত্ত্বা নারীও হামলায় প্রাণ হারিয়েছেন। খবরটি প্রকাশ করেছে আল জাজিরা।

গাজায় যুদ্ধবিরতির অবসান ঘটানোর পর ইসরায়েল বিমান হামলা শুরু করেছে, যার ফলে কমপক্ষে ৩৪২ জন ফিলিস্তিনি নিহত এবং অনেকেই আহত হয়েছেন। নিহতদের মধ্যে গাজার উত্তরাঞ্চলে ১৫৪ জনের প্রাণহানি ঘটেছে।

হামাস ইসরায়েলকে বেসামরিক নাগরিকদের ওপর হামলার জন্য দায়ী করেছে এবং অভিযোগ করেছে যে, ইসরায়েল যুদ্ধবিরতি চুক্তি বাতিল করার জন্য এই আক্রমণ চালিয়েছে। অন্যদিকে, প্যালেস্টানিয়ান ইসলামিক জিহাদও ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধবিরতি ভঙ্গের অভিযোগ তুলেছে। চলতি বছরের ১৯ জানুয়ারি থেকে এই যুদ্ধবিরতি কার্যকর ছিল।

আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, গাজার মধ্যাঞ্চলে ইসরায়েলি হামলায় নিহত অন্তঃসত্ত্বা নারীর পাশাপাশি তার শিশুও রয়েছে। গাজার আল জাজিরার সাংবাদিক মারাম হুমাইদ জানিয়েছেন, আজ ভোরে নিহত তিন শতাধিক ফিলিস্তিনির মধ্যে অন্তঃসত্ত্বা নারীও ছিলেন।

Back to top button