নগর খবর ডেস্ক : ওয়েব ব্রাউজার হিসেবে বর্তমানে অনেকেরই পছন্দ গুগল ক্রোম। অন্যান্য দেশের মতো বাংলাদেশেও প্রতিদিন একটা বড় সংখ্যক মানুষ অনলাইনে নিজেদের যাবতীয় কাজের জন্য এটি ব্যবহার করেন। ইংরেজি না জানলে নিজের আঞ্চলিক ভাষাতেও ক্রোম চালাতে পারছেন ব্যবহারকারীরা। সেখান থেকে সার্ফিং, সার্চিং সবকিছুই বাংলায় করতে পারেন।
কম্পিউটার, স্মার্টফোনসহ অন্যান্য সব ডিভাইসেই গুগল ক্রোমে আপনার আঞ্চলিক ভাষা আপনি ব্যবহার করতে পারেন। কম্পিউটার, অ্যান্ড্রয়েড বা আইওএস স্মার্টফোন থেকে ডিফল্ট ক্রোম ল্যাঙ্গুয়েজ হিসেবে আপনার আঞ্চলিক ভাষা কীভাবে সেট করবেন, সেই পদ্ধতি জেনে নিন।
• প্রথমে আপনার কম্পিউটার থেকে গুগল ক্রোম খুলুন।
• থ্রি ডটস অপশনে ক্লিক করে চলে যান সেটিংসে।
• বাঁ-দিকে ল্যাঙ্গুয়েজ অপশনে ক্লিক করুন।
• প্রেফার্ড বা পছন্দের ভাষার অপশন থেকে ‘মোর’ বাটনে ক্লিক করুন।
• যদি বাংলা ভাষা দেখতে না পান, তাহলে ‘অ্যাড ল্যাঙ্গুয়েজ’ অপশনে ক্লিক করুন।
• সেখান থেকে ডিসপ্লে গুগল ক্রোম অপশনে ক্লিক করুন।
• এই অপশনটি কেবলই উইন্ডোজ কম্পিউটারে দেখতে পাবেন।
• ক্রোম রিস্টার্ট করুন, তাহলেই দেখবেন পরিবর্তনগুলো হয়ে গিয়েছে।
অ্যান্ড্রয়েড ফোনে গুগল ক্রোমের ভাষা বাংলা করবেন যেভবে
• আপনার অ্যান্ড্রয়েড স্মার্টফোন থেকে গুগল ক্রোম খুলুন।
• অ্যাড্রেস বারের ডান দিকে থ্রি ডটস অপশন দেখতে পাবেন। সেখান থেকে সেটিংস অপশন ও পরে ল্যাঙ্গুয়েজেস-এ চলে যান।
• ক্রোম ল্যাঙ্গুয়েজ অপশন থেকে আপনার এই মুহূর্তের ভাষাটি বেছে নিন।
• তালিকা থেকে দেখে নিন বাংলা ভাষা, সেটি সিলেক্ট করুন। যদি না থাকে, তাহলে ডাউনলোড করে নিন।
• ডাউনলোড হয়ে গেলেই ‘ল্যাঙ্গুয়েজ রেডি’ অপশন থেকে বাংলা ভাষা সিলেক্ট করুন। এবার আপনি ক্রোম থেকে বাংলায় সব কাজ করতে পারবেন।