চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার বিনোদপুর ইউনিয়নের কিরণগঞ্জ সীমান্তে বাংলাদেশের প্রায় দুইশত গজ অভ্যন্তরে প্রবেশ করে বাংলাদেশী চোরাকারবারীর নিকট চোরাচালানকৃত মাদকদ্রব্য হস্তানরকালে জিহাদ শেখ (২১) নামে একজন ভারতীয় চোরাকারবারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। জিহাদ ভারতের পশ্চিমবঙ্গের মালদা জেলার কালিয়াচক থানার চুরিঅন্তপুর দুইশতবিঘি গ্রামের ছানাউল শেখের ছেলে।
বিজিবি জানায়,বুধবার(২৬ ফেব্রুয়ারি) বিকাল সাড়ে ৩টার দিকে মেইন আন্তর্জাতিক সীমান্ত পিলার নং ১৭৯ এর নিকট জমিনপুর নামক এলাকা থেকে জিহাদকে আটক করা হয়। কিরনগঞ্জ বিওপি’র টহল দল তাকে আটক করে।এ সময় বাংলাদেশী চোরাকারবারী বিনোদপুর জমিনপুর গ্রামের তৈমুর হোসেনের ছেলে সুজন মিয়া(২২) পালিয়ে যায়।
বুধবার রাত ৮টার দিকে চাঁপাইনবাবগঞ্জের মহানন্দা ব্যাটালিয়নের (৫৯বিজিবি) পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, আটক ভারতীয় চোরাকারবারী জিহাদ শেখের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থাগ্রহনের কার্যক্রম প্রক্রিয়াধীন। অপরদিকে বাংলাদেশী চোরাকারবারী সুজন মিয়া পলাতক রয়েছে। ৫৯বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া অভিযানটি নিশ্চিত করে বলেন, বিজিবি সীমান্তে জিরো টলারেন্স নীতিতে দায়িত্ব পালন করছে