চারুকলায় নববর্ষ শোভাযাত্রার জন্য নতুন মোটিফ ‘স্বৈরাচারের প্রতিকৃতি’ তৈরি শুরু


ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে নববর্ষ উপলক্ষে আনন্দ শোভাযাত্রার জন্য ‘স্বৈরাচারের প্রতিকৃতি’ নতুন করে তৈরি করা হচ্ছে। উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান জানিয়েছেন, শিল্পীদের ওপর এ দায়িত্ব ন্যস্ত করা হয়েছে।
আগামী নববর্ষের শোভাযাত্রায় ‘স্বৈরাচারের প্রতিকৃতি’ প্রদর্শনের পরিকল্পনা ছিল, কিন্তু শেষ মুহূর্তে দুষ্কৃতকারীরা সেটি পুড়িয়ে দেয়। শনিবার, ঢাবি উপাচার্য চারুকলা অনুষদে গিয়ে শোভাযাত্রার প্রস্তুতির অগ্রগতি পরিদর্শন করেন এবং এ বিষয়ে কথা বলেন।
তিনি বলেন, “আমরা একটি উদ্যোগ নিয়েছিলাম, কিন্তু কিছু বাধা এসেছে। এ ধরনের কাজে ষড়যন্ত্র থাকবেই। আমরা মানুষের পরিশ্রম এবং আল্লাহর উপর ভরসা করে এগিয়ে যাবো। সবার সহযোগিতা কামনা করছি।”
এখন শিল্পীরা দ্রুততার সাথে নতুন মোটিফ তৈরির কাজে লেগে পড়েছেন। তবে, শিল্পী ও শিক্ষকদের মতে, একটি প্রতিকৃতি তৈরি করতে ন্যূনতম ৫ দিন সময় লাগবে। তারা আলোচনার মাধ্যমে ভিন্নভাবে কিছু তৈরি করার পরিকল্পনা করছেন।
এদিকে, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকীও চারুকলায় গিয়ে শিল্পীদের উৎসাহিত করেছেন। তিনি বলেন, “শিল্পীদের স্পিরিট নাশকতার মাধ্যমে দমানোর চেষ্টা করা হয়েছে, কিন্তু তারা দ্বিগুণ উদ্যমে কাজ করছেন। আশা করি, দেশবাসী একটি দারুণ শোভাযাত্রা উপভোগ করবে।”
এ ঘটনায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ শাহবাগ থানায় অজ্ঞাতদের বিরুদ্ধে মামলা করেছে এবং একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।