ছাত্রদলের ঢাকা কলেজ শাখার ৪ নেতাকে আটকের অভিযোগ
নগর খবর ডেস্ক : হরতালের সমর্থনে মিছিলের প্রস্তুতিকালে ঢাকা কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক মৃধা জুলহাসসহ ৪ জনকে আটক করা হয়েছে বলে অভিযোগ করেছে ঢাকা কলেজ ছাত্রদল।
শনিবার (৬ জানুয়ারি) ধানমন্ডি এলাকায় সাদা পোশাকের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাদের গ্রেপ্তার করেছেন বলেও দাবি সংগঠনটির।
মৃধা জুলহাস ছাড়াও গ্রেপ্তার হওয়া বাকি ছাত্রদল নেতারা হলেন, জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সহ-সাংগঠনিক সম্পাদক মো. মাহফুজ রহমান, ঢাকা কলেজ ছাত্রদলের সহ-সভাপতি রিপন মোল্লা ও রাশেদুল আমীন।
সন্ধ্যায় বিষয়টি গণমাধ্যমে নিশ্চিত করেছেন ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক তানভীর আহমেদ মাদবর।
তানভীর বলেন, হরতালের সমর্থনে ঢাকা কলেজ ছাত্রদলের পক্ষ থেকে মিছিলের প্রস্তুতি নেওয়ার সময় ধানমন্ডি থেকে কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক মৃধা জুলহাসসহ ৪ জনকে তুলে নিয়ে গেছে সাদা পোশাকের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। আমরা অনেক খোঁজ করেও তাদের সন্ধান পাচ্ছি না। তাদের কোথায় নেওয়া হয়েছে বা কি করা হয়েছে সে সব জানি না।
তবে বিষয়টি অস্বীকার করেছেন ধানমন্ডি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. পারভেজ হাসান। তিনি বলেন, এমন কোনো ঘটনা হয়নি। আমরা বলতে পারছি না।