ট্রাকে সার পরিবহনের আড়ালে ইয়াবা পাচার, গ্রেপ্তার ৩
নগর খবর ডেস্ক : সার পরিবহনের আড়ালে পাঁচ হাজার পিস ইয়াবাসহ তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে নিয়ে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) রাতে রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার হওয়া অভিযুক্তরা হলেন, মো. রিজু মিয়া (৩০), রিফাত ইসলাম (২২) ও রিপন মোল্লা (৩২)৷তিনজনেরই বাড়ি বগুড়ায়।
র্যাব-২ এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি খান আসিফ তপু জানান, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-২ এর একটি দল ঢাকার মোহাম্মদপুর থানাধীন আসাদগেট হর্টিকালচার সেন্টারের সামনে সড়কে চেকপোস্ট স্থাপন করে। চেকপোস্টে একটি সারবাহী ট্রাক তল্লাশি করা হলে ট্রাকের ভেতর বিভিন্ন স্থানে বিশেষভাবে লুকিয়ে রাখা ৫ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় তিনজনকেই গ্রেপ্তার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে মাদক ব্যবসায়ীরা জানান, তারা দীর্ঘদিন ধরে ট্রাক ব্যবহার করে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ইয়াবা ও বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল। এর আগেও তারা ট্রাকে সার ও অন্যান্য দ্রব্যাদি পরিবহনের আড়ালে মাদকদ্রব্য পরিবহন করেছে। কক্সবাজারের টেকনাফ থেকে এসব ইয়াবা ঢাকায় এনে বিক্রি করতে তারা। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।