বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা অনুযায়ি রাজশাহীর দূর্গাপুরে অসহায় মানুষদের মাঝে শীতবস্ত্র বিতরন করা হয়েছে।
সোমবার বিকেল চারটার দিকে দূর্গাপুর পৌর এলাকার কিশোরপুর প্রাথমিক বিদ্যালয় মাঠে উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে এসব শীতবস্ত্র বিতরন করা হয়।
৪ নং দেলুয়াবাড়ী ইউনিয়ন বিএনপি'র সাবেক সাধারণ সম্পাদক গোলাম মোহাম্মদ মেসের এর সভাপতিত্বে আজিত অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, দূর্গাপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি আশরাফুল কবির বুলু, বিশিষ্ট শিল্পপতি ও সমাজ সেবক আলহাজ্ব মো: আব্দুস সাত্তার, দুর্গাপুর পৌরসভার ৬ নং ওয়ার্ডের সাবেক কমিশনার হায়দার আলী, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ জালাল উদ্দিন, হাতেম আলী, উপজেলা বিএনপির আহবায়ক কামরুজ্জামান আয়নালসহ অন্যান্য নেতৃবৃন্দ।