নগর খবর ডেস্ক : চলতি বিপিএল শুরুর আগে অনেকটা আড়ালেই ছিল খুলনা টাইগার্স। তবে মাঠের পারফরম্যান্সে এখন পর্যন্ত বেশ ভালোভাবেই নজর কেড়েছে তারা। দুই ম্যাচে দুই জয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে আছে ফ্র্যাঞ্চাইজিটি। জয়ের হ্যাটট্রিকের খোঁজে শক্তিশালী রংপুর রাইডার্সের বিপক্ষে আজ শুরুতে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৬০ রানের চ্যালেঞ্জিং পুঁজি পেয়েছে খুলনা টাইগার্স।
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে পুরোপুরি ব্যর্থ হয়েছেন খুলনার দেশি ব্যাটাররা। অধিনায়ক এনামুল হক বিজয় শূন্য রানে ফেরার পর তেমন রান পাননি জয় ও আফিফরাও। দেশিদের ভরাডুবির দিনে মান বাঁচালেন খুলনার বিদেশি ব্যাটাররা।
এবারের বিপিএলে নিজের প্রথম ম্যাচ খেলতে নেমেই ফিফটি হাঁকালেন মোহাম্মদ নেওয়াজ। ৫ চার ও তিন ছক্কার মারে ৩৪ বলে ৫৫ রান করেন পাক এই অলরাউন্ডার। রান পেলেন দলের অন্য দুই বিদেশি তারকা এভিন লুইস ও দাসুন শানাকারাও। অন্যদিকে, রংপুরের হয়ে সর্বোচ্চ তিনটি উইকেট শিকার করেছেন টাইগার পেসার হাসান মাহমুদ। এ ছাড়া শেখ মেহেদী তুলে নিয়েছেন দুটি উইকেট।