f
রাজনীতি

দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি এত ভয়াবহ স্মরণকালে কেউ দেখেনি: জি এম কাদের

মিরপুরের কাফরুলে ঢাকা মহানগর উত্তর জাতীয় পার্টির ইফতার মাহফিলে হামলার ঘটনায় দলের চেয়ারম্যান জি এম কাদের তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন। তিনি বলেন, “বর্তমান সরকার সাধারণ মানুষের জান-মালের নিরাপত্তা দিতে সম্পূর্ণ ব্যর্থ। এই সরকারের দ্রুত বিদায় নেওয়া দেশ ও জাতির জন্য মঙ্গল।”

জাতীয় পার্টির অভিযোগ, কচুক্ষেতের একটি রেস্তোরাঁয় বুধবার ইফতারের আগে হামলা চালায় একদল লোক। দলের মহাসচিব মো. মুজিবুল হক চুন্নু জানান, বিকাল সোয়া ৫টার দিকে ইফতার অনুষ্ঠানে হামলা হয়। সেনাবাহিনীর সদস্যরা এসে হামলাকারীদের এলাকা থেকে বিতাড়িত করেন।

জি এম কাদের বলেন, “দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি এত ভয়াবহ স্মরণকালে কেউ দেখেনি। পুলিশ প্রশাসনকে অকার্যকর করা হয়েছে এবং সাধারণ মানুষের নিরাপত্তা দিতে সরকার সম্পূর্ণ ব্যর্থ।” তিনি আরও বলেন, “এই সরকার নির্বাচনের নামে প্রহসনের আয়োজন করবে এবং সুষ্ঠু নির্বাচন দিতে পারবে না।”

জাতীয় পার্টির পক্ষ থেকে দাবি করা হয়েছে, হামলায় ৫০ জন নেতাকর্মী, স্থানীয় রোজাদার, সাংবাদিক ও পথচারী আহত হয়েছেন। হামলাকারীরা সাংবাদিকদের মোটরসাইকেলসহ অন্তত ২০টি মোটরসাইকেল ভাঙচুর করে। জাতীয় পার্টির পক্ষ থেকে পুলিশের সহায়তা চাওয়া হলেও কোনো সহায়তা পাওয়া যায়নি। পরে সেনাবাহিনীর সদস্যরা এসে হামলাকারীদের হটিয়ে দেয় এবং ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

Back to top button