f
ঢাকা

নতুন ছাত্রসংগঠন আত্মপ্রকাশ ঘিরে শিক্ষার্থীদের বিক্ষোভ

ঢাকা বিশ্ববিদ্যালয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা নতুন একটি ছাত্রসংগঠন ঘোষণা করেছেন। এই সংগঠনের নাম দেওয়া হবে ‘গণতান্ত্রিক ছাত্র সংসদ’। সংগঠনটির আহ্বায়ক করা হচ্ছে আবু বাকের মজুমদারকে।

বুধবার বিকেল ৩টায় এই সংগঠনের ঘোষণা করার কথা ছিল, তবে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত ঘোষণা করেননি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা। এদিকে নতুন ছাত্র রাজনৈতিক দল ঘোষণা নিয়ে মধুর ক্যান্টিনে বিক্ষোভ করছেন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

বিকেল ৪টার দিকে তারা বিক্ষোভ শুরু করেন। এ সময় তারা বিভিন্ন স্লোগান দেন। তাদের দাবি, ঢাকা বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট এই কমিটি প্রকাশ করছে। এখানে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বৈষম্যের শিকার হচ্ছেন।

Back to top button