ডেসটিনি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রফিকুল আমীনের নেতৃত্বে আজ বৃহস্পতিবার রাজধানীর বনানীর শেরাটন হোটেলে ‘বাংলাদেশ আ-আম জনতা পার্টি’ নামে একটি নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ ঘটে।
অনুষ্ঠানে রফিকুল আমীন দলটির আহ্বায়ক এবং ফাতিমা তাসনিম সদস্যসচিব হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। অনুষ্ঠানের শুরুতে পবিত্র ধর্মগ্রন্থ থেকে পাঠ ও জাতীয় সংগীত পরিবেশন করা হয়।
শুভেচ্ছা বক্তব্যে রফিকুল আমীন বলেন, ‘স্বাধীনতা অর্জনের ৫৪ বছর পরেও দেশের মানুষ বঞ্চনা ও বৈষম্যের শিকার। তাই দেশের মানুষের মৌলিক অধিকার বাস্তবায়ন ও রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার জন্য বাংলাদেশ আ-আম জনতা পার্টি অগ্রণী ভূমিকা রাখতে চায়।’
তিনি সুশাসন প্রতিষ্ঠা, কর্মসংস্থান সৃষ্টি, ভারসাম্যপূর্ণ পররাষ্ট্রনীতি, অসাম্প্রদায়িক সমাজ গঠন, সরকারি অফিস ও আদালতে ডিজিটালাইজেশন এবং শিক্ষাপ্রতিষ্ঠান ও অফিস আদালতে রাজনীতি নিরুৎসাহিত করার মতো সময়োপযোগী সিদ্ধান্ত বাস্তবায়নের প্রতিশ্রুতি দেন।
দলটির সদস্যসচিব ফাতিমা তাসনিম স্বাগত বক্তব্যে বলেন, ‘রাজনৈতিক সচেতনতা না থাকলে দেশে আবার স্বৈরাচার সরকার গঠন হবে। আমরা আওয়ামী স্বৈরাচার দলকে দেশ থেকে বিতাড়িত করেছি এবং ভবিষ্যতে কাউকে স্বৈরাচার হতে দেব না।’
অনুষ্ঠানে ২৯৭ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। এতে রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনের বিভিন্ন পেশার নাগরিকরা উপস্থিত ছিলেন।
মোহাম্মদ রফিকুল আমীন ডেসটিনি গ্রুপের পাশাপাশি বৈশাখী টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক ও দৈনিক ডেসটিনির সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করে আসছেন। তিনি অর্থপাচার ও ডেসটিনি ট্রি প্লান্টেশন প্রকল্প নিয়ে দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা দুটি মামলায় দীর্ঘদিন কারাভোগ করেন এবং গত বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর মুক্তি পান।
এদিকে, সদ্য সদস্যসচিব দায়িত্বপ্রাপ্ত ফাতিমা তাসনিম চলতি সপ্তাহের রবিবার গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদের সদস্য পদ থেকে পদত্যাগ করে নতুন দলে যোগ দেন।