f
নাটোর

নাটোর সিংড়ায় ইমাম-মুয়াজ্জিনদের সঙ্গে আইসিটি প্রতিমন্ত্রী পলকের মতবিনিময়–

(নাটোর) প্রতিনিধি মোঃ বেলায়েত হোসেন নাটোরের সিংড়া উপজেলার ১২টা ইউনিয়নের মসজিদের ইমাম, মুয়াজ্জিন, খাদেম ও মাদ্রাসার মুহতামিমদের সাথে দ্বাদশ জাতীয় নির্বাচনী ইশতেহার ও উন্নত, আধুনিক, স্মার্ট সিংড়া বিনির্মাণে করণীয় শীর্ষক মতবিনিময় সভা করেন তথ্য যোগাযোগ ও প্রযুক্তি প্রতিমন্ত্রী এড. জুনাইদ আহমেদ পলক এমপি। রোববার (১২ নভেম্বর) বেলা ১১টায় সিংড়া গোডাউন এলাকায় তিনি এ সভা করেন। উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ মো. ওহিদুর রহমানের সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক মো. রুহুল আমিন এর সঞ্চালনায় মতবিনিময় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মো. জান্নাতুল ফেরদৌস, তাজপুর ইউপি চেয়ারম্যান মিনহাজ উদ্দিন প্রমুখ। এরপর বেলা ১২টার দিকে উপজেলার ৬৩টি প্রতিষ্ঠানে ৫২ লাখ টাকার চেক বিতরণ করেন প্রতিমন্ত্রী। এ সময় সহকারি কমিশনার (ভূমি) মোঃ আল ইমরান ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আল-আমিন সরকার উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button