নির্বাচনের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড তৈরির দাবি: বিএনপি মহাসচিবের বক্তব্য


বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বর্তমান সরকারের প্রধান চ্যালেঞ্জ হওয়া উচিত অতি অল্প সময়ে লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করে নির্বাচনের ব্যবস্থা করা। তিনি উল্লেখ করেন, জনগণ একটি নির্বাচিত সরকার চায়, যেখানে প্রতিনিধিরা জনগণের কাছে দায়বদ্ধ থাকবে। তিনি বলেন, “সব সংগ্রাম হয়েছে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য।”
আজ শনিবার বিকেলে বাড্ডায় মহানগর বিএনপির এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। ঢাকা মহানগর উত্তর বিএনপি ৪২ নম্বর ওয়ার্ডের উদ্যোগে নিম্ন আয়ের মানুষের মধ্যে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঈদ উপহার বিতরণ উপলক্ষ্যে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
মির্জা ফখরুল বলেন, ভোটের অধিকার থেকে বঞ্চিত করতে দেশে-বিদেশে ষড়যন্ত্র চলছে। তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, “আমার ভোট আমি দেবো, যাকে খুশি তাকেই দেবো।” তিনি আরও বলেন, “আমরা সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে আছি, কিন্তু যদি জনগণের স্বার্থে কোনো বিঘ্ন সৃষ্টি করা হয়, তাহলে বিএনপি আবার মাঠে নামবে।”
তিনি দেশের বাইরে ষড়যন্ত্রের কথা উল্লেখ করে বলেন, “আমরা বাংলাদেশের পক্ষে। আমাদের নেতা তারেক রহমান পরিষ্কার করে বলেছেন, সবার আগে বাংলাদেশ।”
মির্জা ফখরুল বলেন, “শেখ হাসিনাবিরোধী দলের নেতাকর্মীদের জেলে নিয়েছিল, ২০ হাজারের মতো নেতাকর্মীকে হত্যা করেছিল।” তিনি দাবি করেন, “আল্লাহ তাআলার অলৌকিক শক্তির মাধ্যমে হাসিনা গুম হয়ে গেছে।”
অনুষ্ঠানে মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক তহিরুল ইসলাম তুহিন সভাপতিত্ব করেন এবং অন্যান্য নেতৃবৃন্দও বক্তব্য রাখেন।