নগর খবর ডেস্ক : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়লাভ করায় প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছে পাকিস্তান।
সোমবার (৮ জানুয়ারি) সকালে গণভবনে শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে অভিনন্দন জানান বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার সৈয়দ আহমেদ মারুফ।
ঢাকার পাকিস্তান হাইকমিশন জানায়, পাকিস্তানের হাইকমিশনার সৈয়দ আহমেদ মারুফ আজ প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।
হাইকমিশনার ৭ জানুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে আওয়ামী লীগের বিজয়ের জন্য শেখ হাসিনাকে অভিনন্দন জানান এবং পাকিস্তানের নেতাদের শুভেচ্ছা বার্তা পৌঁছে দেন। পাশাপাশি প্রধানমন্ত্রী ঢাকায় হাইকমিশনার হিসেবে নিয়োগ পাওয়ায় মারুফকে অভিনন্দন জানান।