নগর খবর ডেস্ক : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনার ছয়টি আসনের ৩৪ জন প্রার্থীকে প্রতীক বরাদ্দ দিয়েছেন খুলনার রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক খন্দকার ইয়াসির আরেফীন। সোমবার (১৮ ডিসেম্বর) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রার্থীদের মাঝে এই প্রতীক বরাদ্দ দেওয়া হয়। প্রতীক বরাদ্দ পাওয়ার পর দুপুরে থেকেই দলীয় নেতাকর্মী ও সমর্থকদের নিয়ে গণসংযোগে নেমেছেন প্রার্থীরা।
এদিকে প্রতীক বরাদ্দ পাওয়ার পর দুপুরে খুলনা-২ আসনে আওয়ামী লীগের প্রার্থী শেখ সালাহ উদ্দিন জুয়েল নগরীর কেসিসি সুপার মার্কেট ও নগর ভবন এলাকায় গণসংযোগ করেন। এ সময় তার সঙ্গে দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এদিন দুপুরে দৌলতপুর থানার পাবলা এলাকায় দলীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় ও গণসংযোগ করেন খুলনা-৩ আসনে আওয়ামী লীগের প্রার্থী এস এম কামাল হোসেন। সন্ধ্যায়ও তারা গণসংযোগ করেছেন। এছাড়া খুলনা-১ আসনের আওয়ামী লীগের প্রার্থী ননী গোপাল মন্ডল, খুলনা-৪ আসনে আওয়ামী লীগের প্রার্থী আব্দুস সালাম মুর্শেদী, খুলনা-৫ আসনে আওয়ামী লীগের প্রার্থী নারায়ণ চন্দ্র ও খুলনা-৬ আসনে আওয়ামী লীগের প্রার্থী মো. রশীদুজ্জামান মোড়ল বিকালে নির্বাচনী এলাকায় গণসংযোগ করেন।
আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও খুলনা-৩ আসনে নৌকার প্রার্থী এস এম কামাল হোসেন বলেন, সাধারণ মানুষ উৎসব মুখর পরিবেশে ভোটকেন্দ্রে যাবে। নির্বাচনে প্রায় ৬০ শতাংশ ভোট পড়বে বলে তার প্রত্যাশা। তিনি বলেন, প্রতিদ্বন্দ্বিতা কার সঙ্গে সেটি বড় বিষয় না, জনগণকে ভোটকেন্দ্রে নেওয়াই হচ্ছে আমার মূল লক্ষ্য। একটি ভালো নির্বাচন হবে, সুষ্ঠু নির্বাচন হবে। সহিংসতামুক্ত নির্বাচন হবে।
খুলনা-৬ আসনের নৌকার প্রার্থী মো. রশীদুজ্জামান বলেন, শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনে জনগণের স্বতঃস্ফূর্ততা বাড়বে। আমি উপকূলীয় অঞ্চলের মানুষের মনের ভাবনা, দুঃখ বুঝি। তাদের স্থায়ী বেড়িবাঁধের দাবি দীর্ঘদিনের। সেই দাবি পূরণে কাজ করব।
খুলনা জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, এবারের নির্বাচনে ১০টি দল মনোনীত ও স্বতন্ত্র প্রার্থী মিলিয়ে মোট ৩৪ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে আওয়ামী লীগের ৬ প্রার্থীকে নৌকা, জাতীয় পার্টির ৬ প্রার্থীকে লাঙল, তৃণমূল বিএনপির ৩ প্রার্থীকে সোনালি আঁশ, বাংলাদেশ কংগ্রেসের ৩ প্রার্থীকে ডাব, বিএনএম’ এর ৩ প্রার্থীকে নোঙর, এনপিপি’র ২ প্রার্থীকে আম, জাকের পার্টির এক প্রার্থীকে গোলাপ ফুল, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের এক প্রার্থীকে ছড়ি, ওয়ার্কার্স পার্টির এক প্রার্থীকে হাতুড়ি ও ইসলামী ঐক্যজোটের এক প্রার্থীকে মিনার প্রতীক বরাদ্দ দেওয়া হয়।
জানা গেছে, খুলনা-১ (দাকোপ-বটিয়াঘাটা) আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ননী গোপাল মণ্ডলকে দলীয় প্রতীক ‘নৌকা’, জাতীয় পার্টির প্রার্থী কাজী হাসানুর রশিদকে ‘লাঙ্গল’, তৃণমূল বিএনপির চন্দ্র প্রামানিককে ‘সোনালী আঁশ’ ও স্বতন্ত্র প্রার্থী প্রশান্ত কুমার রায় পেয়েছেন ‘ঈগল’ প্রতীক।
খুলনা-২ (সদর-সোনাডাঙ্গা) আসনে আওয়ামী লীগের প্রার্থী সেখ সালাহউদ্দিন ‘নৌকা’, জাতীয় পার্টির মো. গাউসুল আজম ‘লাঙ্গল’, বাংলাদেশ কংগ্রেসের দেবদাস সরকার ‘ডাব’, সাংস্কৃতিক মুক্তিজোট (মুক্তিজোট) বাবু কুমার রায় ‘ছড়ি’, বিএনএম প্রার্থী মো. আব্দুল্লাহ আল আমিন ‘নোঙর’ ও স্বতন্ত্র প্রার্থী মো. সাঈদুর রহমান ‘ঈগল’ প্রতীক পেয়েছেন।
খুলনা-৩ (দৌলতপুর-খালিশপুর-খানজাহান আলী) আসনে আওয়ামী লীগের প্রার্থী এস এম কামাল হোসেন ‘নৌকা’, জাতীয় পার্টির মো. আব্দুল্লাহ আল মামুন ‘লাঙ্গল’, জাকের পার্টির এসএম সাব্বির হোসেন ‘গোলাপ ফুল’ ও স্বতন্ত্র প্রার্থী ফাতেমা জামান সাথী ‘ঈগল’ প্রতীক পেয়েছেন।
খুলনা-৪ (রূপসা-তেরখাদা-দিঘলিয়া) আসনে আওয়ামী লীগের প্রার্থী আব্দুস সালাম মুর্শেদী ‘নৌকা’, জাতীয় পার্টির মো. ফরহাদ আহমেদ ‘লাঙ্গল’, ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) মো. মোস্তাফিজুর রহমান ‘আম’, তৃণমূল বিএনপির শেখ হাবিবুর রহমান ‘সোনালী আঁশ’, বাংলাদেশ কংগ্রেসের মনিরা সুলতানা ‘ডাব’, ইসলামী ঐক্যজোটের রিয়াজ উদ্দীন খান ‘মিনার’, বিএনএম প্রার্থী এস এম আজমল হোসেন ‘নোঙর’, স্বতন্ত্র প্রার্থী মো. জুয়েল রানা ‘ট্রাক’, স্বতন্ত্র প্রার্থী এমডি এহসানুল হক ‘সোফা’ ও স্বতন্ত্র প্রার্থী মো. রেজভী আলম ‘ঈগল’ প্রতীক পেয়েছেন।
খুলনা-৫ (ডুমুরিয়া-ফুলতলা) আসনে আওয়ামী লীগের নারায়ণ চন্দ্র চন্দ ‘নৌকা’, জাতীয় পার্টির মো. শাহীদ আলম ‘লাঙল’ ও বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির শেখ সেলিম আকতার ‘হাতুড়ি’ প্রতীক পেয়েছেন।
এছাড়া খুলনা-৬ (কয়রা-পাইকগাছা) আসনে আওয়ামী লীগের মো. রশীদুজ্জামান ‘নৌকা’, জাতীয় পার্টির মো. শফিকুল ইসলাম মধু ‘লাঙ্গল’, ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) মো. আবু সুফিয়ান ‘আম’, বাংলাদেশ কংগ্রেসের প্রার্থী মির্জা গোলাম আজম ‘ডাব’, বিএনএম প্রার্থী এস এম নেওয়াজ মোরশেদ ‘নোঙর’, তৃণমূল বিএনপির মো. নাদির উদ্দিন খান ‘সোনালী আঁশ’ ও স্বতন্ত্র প্রার্থী জি এম মাহবুবুল আলম ‘ঈগল’ প্রতীক পেয়েছেন।