f
তথ্যপ্রযুক্তি

বাংলাদেশে ব্যবসা করার অনুমোদন পেল স্টারলিংক

যুক্তরাষ্ট্রের কৃত্রিম উপগ্রহভিত্তিক ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠান স্টারলিংককে বাংলাদেশে ব্যবসা করার অনুমোদন দিয়েছে বাংলাদেশ ইনভেস্টমেন্ট ডেভেলপমেন্ট অথরিটি (বিডা)।

রবিবার (৬ এপ্রিল) ফরেন সার্ভিস একাডেমিতে ‘বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিট-২০২৫’ উপলক্ষে আয়োজিত সংবাদ ব্রিফিংয়ে বিডা ও বেজার নির্বাহী চেয়ারম্যান (সিনিয়র সচিব) চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন এ তথ্য জানান।

তিনি বলেন, বিদেশি প্রতিষ্ঠানগুলোকে বাংলাদেশে কাজ করতে হলে বিডা থেকে নিবন্ধন নিতে হয়। চৌধুরী আশিক মাহমুদ জানান, ‘গত মাসের ২৯ তারিখ আমরা স্টারলিংককে অনুমোদন দিয়েছি।’

এটি বাংলাদেশের ডিজিটাল অবকাঠামো উন্নয়নে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।

Back to top button