f
অর্থনীতি

বাণিজ্য মেলায় ১৩০ টাকার ক্রোকারিজ স্টলে উপচে পড়া ভিড়

নগর খবর ডেস্ক : ক্রেতা ও দর্শনার্থীদের ভিড়ে জমে উঠেছে আন্তর্জাতিক বাণিজ্য মেলা। গত ২১ জানুয়ারি পর্দা ওঠার পর থেকে দেশি-বিদেশিসহ বিভিন্ন পণ্য সামগ্রী নিয়ে স্টল সাজিয়েছেন বিক্রেতারা। তবে মেলায় ১৩০ টাকায় বিক্রি হওয়া ক্রোকারিজ স্টলগুলোতে উপচে পড়া ভিড় দেখা গেছে।

শুক্রবার (২ ফেব্রুয়ারি) আন্তর্জাতিক বাণিজ্য মেলার বিভিন্ন স্টল ঘুরে ও সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে এ চিত্র দেখা গেছে।

সরেজমিন দেখা যায়, মেলার ক্রোকারিজ স্টলগুলোতে দাম জিজ্ঞাসার সুযোগ নেই। সব পণ্যই বিক্রি হচ্ছে ১৩০ টাকায়। ছোট-বড় নানা শ্রেণি পেশার মানুষ এসব স্টলে ভিড় করছেন। কিনছেন ঘরের টুকিটাকি জিনিস। এসব স্টলে টিস্যু বক্স, হরেক রকম চামচ, প্লেট, গ্লাস, বাটি, ট্রে, ছুরি, বাচ্চাদের বিভিন্ন খেলনা সামগ্রী, চিরুনী সেট, লাইট, আয়নাসহ প্রায় ৪ শতাধিক আইটেমের পণ্য বিক্রি হচ্ছে।

১৩০ টাকার ক্রোকারিজ স্টলের মালিক মনির মিয়া বলেন, মানুষের ঘরের টুকিটাকি প্রায় ৪০০ আইটেম আমরা বিক্রি করি। একদাম হওয়ায় ক্রেতারা পছন্দমাফিক কিনছেন। একইসঙ্গে এতগুলো পণ্য হাতের নাগালে একসঙ্গে পেয়ে গৃহিণীরা তাদের পছন্দের জিনিস কিনছেন।

মিরপুর থেকে বাণিজ্য মেলায় এসেছেন আসমা ইয়াসমিন। ১৩০ টাকার ক্রোকারিজ স্টল থেকে কয়েকটি পণ্য কিনে তিনি বলেন, ঘরে অনেক জিনিস লাগে। সবকিছু একত্রে পাইনা। আবার পেলেও দাম কম বেশি থাকে। এখানে একদাম হওয়ায় সেই চিন্তাটা নেই। যা যা ভালো লাগছে কিনে নিয়েছি।

শাহাদাত হোসেন নামে আরেক ক্রেতা বলেন, স্ত্রী ও মেয়েকে নিয়ে মেলায় এসেছি। অনেক ঘুরেছি। সবকিছুতেই আগুনের মতো দাম। আমাদের মতো মধ্যবিত্তদের দেখা ছাড়া কিছুই কেনার নেই। ১৩০ টাকার এই স্টল থেকে আমার স্ত্রী শুধু কয়েকটি চামচ আর ট্রে কিনেছে।

মিরাজ দেওয়ান নামের আরেক ক্রেতা বলেন, এ দোকানের সবকিছুই দাম মোটামুটি ঠিক আছে। সবকিছু ১৩০ টাকায় হওয়ায় যা প্রয়োজন তাই নিতে পারবো।

Back to top button