খেলা

বাফুফের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করবে বিকেএসপি

নগর খবর ডেস্ক : দেশের ক্রীড়াঙ্গনে নিচের স্তরের লিগগুলোতে বয়স চুরি, এক খেলোয়াড় একাধিক লিগে খেলার ঘটনা নতুন নয়। অনেক ক্লাব, জেলার বিপক্ষে মাঝে মধ্যেই এমন অভিযোগ উঠে। বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের বিপক্ষে এমন অভিযোগ আগে কখনো উঠেনি। অথচ সেই বিকেএসপি এখন কাঠগড়ায়। খেলোয়াড় জালিয়াতির জন্য বাফুফে বিকেএসপিকে আগামী এক বছর ঘরোয়া ফুটবল থেকে নিষিদ্ধ করেছে।

বিকেএসপি’র কয়েকজন ফুটবলার তৃতীয় বিভাগ লিগে চকবাজার কিংসের হয়ে খেলেছেন। চকবাজারের কিংসের হয়ে খেলা বিকেএসপির কয়েকজন ফুটবলার আবার দ্বিতীয় বিভাগ লিগে বিকেএসপির হয়ে অন্য নামে খেলছেন। এই অভিযোগ বাফুফে পর্যালোচনা করে খেলোয়াড়, সংশ্লিষ্ট কোচ এবং বিকেএসপিকেও শাস্তি প্রদান করেছে।

 

বাফুফের এই সিদ্ধান্তের বিপক্ষে আপিল করবে বিকেএসপি। বিকেএসপি’র মহাপরিচালক বিগ্রেডিয়ার জেনারেল আনোয়ার সাদাত আবু মোঃ ফুয়াদ বাফুফের সিদ্ধান্ত প্রসঙ্গে বলেন, ‘ব্যক্তির (খেলোয়াড়) জন্য প্রতিষ্ঠান শাস্তিপ্রাপ্ত হতে পারে না। বিকেএসপি কোনো অন্যায় করেনি, তাই বাফুফের সিদ্ধান্তের বিপরীতে আপিল করা হবে শীঘ্রই।’

বিকেএসপি প্রতিষ্ঠান হিসেবে নিয়মের ভঙ্গ করেনি। বিকেএসপির দুই ফুটবল কোচ খেলোয়াড়দের তৃতীয় বিভাগে খেলানো এবং নাম পরিবর্তনের সঙ্গে জড়িত। যা ইতোমধ্যে নানা মাধ্যমে প্রমাণিত। এই বিষয়ে বিকেএসপি’র মহাপরিচালকের বক্তব্য, ‘আমরা এই বিষয়টি আভ্যন্তরীণভাবে তদন্ত করব। সংশ্লিষ্ট খেলোয়াড়-কোচ তদন্তে দোষী সাব্যস্ত হলে খুব গুরুতর ব্যবস্থা নেয়া হবে।’

 

এই মাসেই বিকেএসপি’র ভর্তি কার্যক্রম শুরু হবে। সেখানে ফুটবল লিগে অনিয়মের সঙ্গে জড়িত কোচরা না থাকার সম্ভাবনাই বেশি। তদন্ত চলাকালীন সময় এই দুই কোচকে দায়িত্ব পালন থেকে অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত নিতে পারে বিকেএসপি কর্তৃপক্ষ।

বাফুফের অনেক কর্মকান্ড ও সিদ্ধান্তে প্রশ্ন উঠে। বিকেএসপিকে এক বছরের নিষেধাজ্ঞার বিষয়টিও এর বাইরে নয়। ভিন্ন পরিচয়ে খেলোয়াড় খেলানোয় বিকেএসপি নিষিদ্ধ অথচ সেই খেলোয়াড়রা চকবাজার কিংসের হয়ে খেলে চ্যাম্পিয়ন করেছে কিন্তু চকবাজারকে এই সংক্রান্ত বিষয়ে ন্যূনতম সতর্কও করেনি ডিসিপ্লিনারি কমিটি। বিকেএসপির বিপক্ষে খেলোয়াড় জালিয়াতির বিষয়ে বাফুফের কাছে আবেদন করে দ্বিতীয় বিভাগের দল আরামবাগ ফুটবল একাডেমী। আরামবাগ ফুটবল একামেডী এবং চকবাজার কিংসের সঙ্গে বাফুফের নির্বাহী কমিটি দুই কর্মকর্তা থাকায় নানা গুঞ্জনও ভেসে বেড়াচ্ছে।

 

৬৪ Comments

  1. The very next time I read a blog, I hope that it does not fail me just as much as this one. After all, Yes, it was my choice to read through, but I truly thought you’d have something interesting to say. All I hear is a bunch of moaning about something you could fix if you were not too busy seeking attention.

  2. Hello there, I believe your web site could be having web browser compatibility problems. Whenever I take a look at your website in Safari, it looks fine but when opening in IE, it’s got some overlapping issues. I simply wanted to provide you with a quick heads up! Apart from that, great blog.

  3. I’m amazed, I must say. Rarely do I encounter a blog that’s equally educative and amusing, and without a doubt, you have hit the nail on the head. The issue is something which too few people are speaking intelligently about. I am very happy I stumbled across this in my search for something concerning this.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button