f
আইন-আদালত

বিএনপিপন্থী আইনজীবীর চেম্বার ভাঙচুর মামলায় আওয়ামীপন্থী ৮২ আইনজীবীর জামিন আবেদন নামঞ্জুর

গত ৪ আগস্ট বৈষম্যবিরোধী আন্দোলনের সময় বিএনপিপন্থী আইনজীবীর চেম্বার ভাঙচুর ও হত্যাচেষ্টার একটি মামলায় আওয়ামীপন্থী ৮২ আইনজীবীর জামিন আবেদন নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে ঢাকা বারের সাবেক সভাপতি আবু সাইদ সাগরসহ ১১ জনের জামিন মঞ্জুর করা হয়েছে।

আজ রবিবার ঢাকা মহানগর দায়রা জজ জাকির হোসেন গালিব শুনানি শেষে এই আদেশ দেন। আজ মোট ৯৩ জন আইনজীবী আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন।

কারাগারে যাওয়া আইনজীবীদের মধ্যে রয়েছেন সাবেক সভাপতি সাইদুর রহমান মানিক, গাজী শাহ আলম, মাহবুবুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক আসাদুজ্জামান রচি, সাইবার ট্রাইব্যুনালের সাবেক পিপি নজরুল ইসলাম শামিম ও মোরশেদ হোসেন শাহীনসহ ৮২ জন।

জানা গেছে, গত ৬ ফেব্রুয়ারি ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে সমিতির কার্যনির্বাহী সদস্য মোহাম্মদ আলী বাবু ১৪৪ জন আইনজীবীর বিরুদ্ধে এ মামলার আবেদন দায়ের করেন। এর মধ্যে ১১৫ জন হাইকোর্টে আত্মসমর্পণ করলে তাদের ৮ সপ্তাহের জামিন মঞ্জুর করে নিম্ন আদালতে আত্মসমর্পণ করতে বলা হয়। গত ৭ এপ্রিল তাদের জামিনের মেয়াদ শেষ হবে।

মামলার অভিযোগে বলা হয়েছে, বৈষম্যবিরোধী আন্দোলনের সময় গত বছরের ৪ আগস্ট দুপুরে আসামিরা ঢাকা আইনজীবী সমিতির সামনে বেআইনি জনতাবদ্ধ হয়ে অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে আতঙ্ক সৃষ্টি করেন। তারা বোমা বিস্ফোরণ ঘটিয়ে ‘শেখ হাসিনার ভয় নাই, রাজপথ ছাড়ি নাই’ বলে স্লোগান দিতে থাকেন। এ সময় ভুক্তভোগী আইনজীবী মামলা শুনানি শেষে ঢাকা আইনজীবী সমিতি ভবনের সামনে আসেন। তখন আসামি আনোয়ার শাহাদাৎ শাওন হেলমেট পরে হত্যার উদ্দেশ্যে তার দিকে গুলি তাক করেন।

Back to top button