f
বিএনপিরাজনীতি

বিএনপির সংস্কার প্রস্তাব জমা দেবে আগামীকাল, বললেন মির্জা ফখরুল

বিএনপি আগামীকাল রবিবার ঐকমত্য কমিশনে তাদের সংস্কার প্রস্তাব জমা দেবে। শনিবার গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে অনুষ্ঠিত এক জরুরি সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেন, “আগামীকাল সংস্কার প্রস্তাব নিয়ে বিএনপির পর্যবেক্ষণ প্রতিবেদন চীফ অ্যাডভাইজারের কাছে পাঠানো হবে।”

মির্জা ফখরুল আরও বলেন, “ফ্যাসিবাদ পরবর্তী রাষ্ট্র সংস্কার নিয়ে নানা প্রস্তাব ও মতামত উঠে এসেছে সংস্কার কমিশনের রিপোর্টের মাধ্যমে, যার মূল ভিত্তি রচনা করেছে বিএনপি ৩১ দফা রাষ্ট্রীয় কাঠামোর গণতান্ত্রিক সংস্কারের প্রস্তাবের মাধ্যমে। গণতান্ত্রিক শক্তির অন্তর্ভুক্তিমূলক বৃহত্তর ঐক্যের মাধ্যমে সংস্কার প্রস্তাবগুলো গৃহীত ও বাস্তবায়ন করা আবশ্যক। জনপ্রত্যাশা অনুযায়ী সংস্কার প্রস্তাবগুলোর সাংবিধানিক ও আইনি ভিত্তি প্রদানের জন্য একটি নির্বাচিত সংসদই উপযুক্ত ফোরাম।”

তিনি বলেন, “বিদ্যমান ফ্যাসিবাদ বিরোধী জাতীয় ঐক্য দেশের মূল চালিকা শক্তি। এই ঐক্যকে অক্ষুণ্ণ রেখে দেশকে এগিয়ে নিতে হবে, এর কোন বিকল্প নেই। আমাদের রাজনৈতিক সংস্কৃতিতে এই ঐক্যের চর্চা করতে হবে।”

সংস্কার নিয়ে বিএনপির এই বর্ষিয়ান নেতা বলেন, “সংস্কারের উদ্দেশ্য হলো জনগণের জীবনমানের উন্নয়ন, জনসাধারণের জীবন ও সম্পদের নিরাপত্তা বিধান এবং জবাবদিহিতা ও আইনের শাসনের নিশ্চয়তা প্রদান। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব সুরক্ষিত করা জরুরি। নির্বাচন আগে-সংস্কার পরে এ ধরনের বিতর্কের কোন অবকাশ নেই।”

Back to top button