f
জাতীয়

বোনের সামনে সিটি কর্পোরেশনের গাড়ির ধাক্কায় ভাইয়ের মৃত্যু

নগর খবর ডেস্ক : রাজধানীর ডেমরায় রাস্তা পারাপারের সময় সিটি কর্পোরেশনের আবর্জনা বহনের গাড়ির ধাক্কায় মো. রোমান নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় তার বোন মরিয়ম বেগম আহত হয়েছেন।

বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) দিবাগত রাত ১২টার দিকে এ ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় রোমানকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় রাত ২টার দিকে মারা যায় সে।

আহত মরিয়ম বেগম বলেন, আমি ডেমরা প্যাকেজিং কোম্পানিতে চাকরি করি। প্রায় তিনমাস আগে পরিবারের অমতে নিজের পছন্দে বিয়ে করি। আজ তিনমাস পর ডেমরার ভাঙা প্রেসের মেইন রোডে ভাইয়ের সঙ্গে দেখা হয় আমার। আমরা ভাই-বোন এতদিন পর দুজন দুজনকে দেখে আবেগে কান্নাকাটি করি। পরে ভাই আমাকে বলে চল রাস্তার ওই পারে গিয়ে চায়ের দোকানে বসি। ভাইয়ের হাত ধরে রাস্তা পার হচ্ছিলাম। হঠাৎ দ্রুত গতির সিটি কর্পোরেশনের ময়লার গাড়ি আমার দিকে এলে ভাই আমাকে ধাক্কা দিয়ে দূরে সরিয়ে নিজে ওই গাড়ির ধাক্কা খায়।

তিনি আরও বলেন, আমার ভাই কদমতলীতে একটি প্যাকেজিং কোম্পানিতে কর্মরত ছিলেন। কদমতলী এলাকায় আমার ভাই থাকতেন।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, মরদেহটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রয়েছে। নিহতের বোনের চিকিৎসা চলছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।

Back to top button