নগর খবর ডেস্ক : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর নতুন সরকার গঠন করতে যাচ্ছে সরকার। ইতোমধ্যে বঙ্গভবনে প্রবেশ করেছেন নতুন মন্ত্রী-প্রতিমন্ত্রীরা। মন্ত্রিপরিষদ বিভাগ শপথপাঠ আয়োজনের সকল প্রস্তুতি সম্পন্ন করেছে। তাদের শপথ দেখতে বঙ্গভবনের সামনে ভিড় জমিয়েছে উৎসুক জনতা।
বৃহস্পতিবার সন্ধ্যায় সরেজমিনে দেখা যায়, রাজধানীর গুলিস্তানে রাষ্ট্রপতির কার্যালয়ের সামনের সড়কের দুই পাশে সাধারণ মানুষদের ভিড় জমিয়েছেন। তারা নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথ দেখার জন্য অপেক্ষা করছেন।
উৎসুক জনতার ভিড়ে ছিলেন বেসরকারি ব্যাংকের চাকরিজীবী রাকিবুল ইসলাম। তিনি বলেন, অফিস শেষে বাসায় ফিরছিলাম। দেখলাম ভিড়। তাই নেমে ইতিহাসের সাক্ষী হতে আসলাম।
উৎসুক জনতা ছাড়াও আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের বিভিন্ন নেতাকর্মীরাও এখানে ভিড় জমিয়েছেন। এ ছাড়া, নতুন মন্ত্রীদের নির্বাচনী এলাকার মানুষদেরও বঙ্গভবনের সামনে ভিড় করতে দেখা গেছে।
সরেজমিনে আরও দেখা যায়, সাধারণ মানুষের ভিড় সামলাতে ব্যাপক হিমশিম খাচ্ছে পুলিশ। বার বার বাঁশি ফুসহ, অনুরোধ জানিয়েও উৎসুক জনতাকে সরাতে ব্যর্থ হচ্ছেন পুলিশ সদস্যরা। এ ছাড়া, যে কোনো পরিস্থিতি মোকাবিলায় বঙ্গভবনের সামনে দায়িত্ব পালন করছে ট্রাফিক পুলিশ, বিভিন্ন গোয়েন্দা বাহিনীর সদস্য, মিলিটারি পুলিশসহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
প্রসঙ্গত, নিয়ম অনুযায়ী— প্রথমে প্রধানমন্ত্রী এবং পর্যায়ক্রমে মন্ত্রী, প্রতিমন্ত্রীরা শপথ নেবেন। নতুন সরকার গঠনে ইতোমধ্যে সব ধরনের আনুষ্ঠানিকতা শেষ হয়েছে। প্রধানমন্ত্রীসহ নতুন মন্ত্রিসভার আকার দাঁড়িয়েছে ৩৭ জনে। ২৫ জন পূর্ণ মন্ত্রী আর ১১ জন পাচ্ছেন প্রতিমন্ত্রীর দায়িত্ব।