নগর খবর ডেস্ক : মহান বিজয় দিবস ও জাতীয় দিবস উপলক্ষ্যে বাংলাদেশ সেনাবাহিনীর ৪২ জন অনারারী লেফটেন্যান্টকে অনারারী ক্যাপ্টেন পদে এবং ৪০ জন মাস্টার ওয়ারেন্ট অফিসার পদমর্যাদার জুনিয়র কমিশন্ড অফিসারকে অনারারী লেফটেন্যান্ট পদে অনারারী কমিশন প্রদান করা হয়েছে।
শুক্রবার (১৫ ডিসেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।
বাংলাদেশ সেনাবাহিনীর ৪০ জন অনারারি লেফটেন্যান্ট থেকে অনারারী ক্যাপ্টেন পদে পদোন্নতি প্রাপ্তদের মধ্যে রয়েছেন, অনারারী লেফটেন্যান্ট (গানার) মো. রেজাউল করিম, এসইউপি, আর্মার্ড; অনারারী লেফটেন্যান্ট (করণিক) আবুল খায়ের মোহা. আজাহার হোসেন, আর্মার্ড; অনারারী লেফটেন্যান্ট (গানার) মো. বশির উদ্দিন, আর্টিলারি; অনারারী লেফটেন্যান্ট (টিএ) মোহাম্মদ আলমগীর হোসাইন, আর্টিলারি; অনারারী লেফটেন্যান্ট (গানার) আল আমিন কোরাইশী, আর্টিলারি; অনারারী লেফটেন্যান্ট (ওসিইউ) মো. হাবিবুর রহমান, আর্টিলারি; অনারারী লেফটেন্যান্ট (গানার) মো. আ. হামিদ, আর্টিলারি; অনারারী লেফটেন্যান্ট (মেরিন ড্রাইভার) মো. রফিকুল ইসলাম, ইঞ্জিনিয়ার্স; অনারারী লেফটেন্যান্ট (ওইপি) মো. রেজাউন্নবী চৌধুরী, ইঞ্জিনিয়ার্স; অনারারী লেফটেন্যান্ট (সার্ভেয়ার) মো. মহসীন আলম, এসইউপি, ইঞ্জিনিয়ার্স; অনারারী লেফটেন্যান্ট (ওয়াইঅবএস) মোহাম্মদ মোকলেছুর রহমান, সিগন্যালস; অনারারী লেফটেন্যান্ট (ওয়াইঅবএস) মো. ইউসুফ আলী, সিগন্যালস; অনারারী লেফটেন্যান্ট (ওয়াইঅবএস) মো. আব্দুর রহমান, সিগন্যালস।
অনারারী লেফটেন্যান্ট (জিডি) মো.এমদাদ হোসেন, ই বেঙ্গল; অনারারী লেফটেন্যান্ট (জিডি) এ কে এম মজিবুর রহমান, ই বেঙ্গল; অনারারী লেফটেন্যান্ট (জিডি) মো. জাহাংগীর আলম, ই বেঙ্গল; অনারারী লেফটেন্যান্ট (জিডি) জগদানন্দ বডুয়া, ই বেঙ্গল; অনারারী লেফটেন্যান্ট (জিডি) মোহাম্মদ আজম খাঁন, ই বেঙ্গল; অনারারী লেফটেন্যান্ট (জিডি) মো. শরিফুল ইসলাম, ই বেঙ্গল; অনারারী লেফটেন্যান্ট (জিডি) মো. মহসিন কবীর, ই বেঙ্গল; অনারারী লেফটেন্যান্ট (জিডি) মোহাম্মদ বোরহান উদ্দিন, ই বেঙ্গল; অনারারী লেফটেন্যান্ট (জিডি) মো. গোলাম মোস্তফা ডাক, ই বেঙ্গল; অনারারী লেফটেন্যান্ট (জিডি) শেখ আজিজুর রহমান, ই বেঙ্গল; অনারারী লেফটেন্যান্ট (জিডি) মো. কামাল উদ্দিন, ই বেঙ্গল; অনারারী লেফটেন্যান্ট (জিডি) মো. মাহফুজুর রহমান, ই বেঙ্গল।
অনারারী লেফটেন্যান্ট (করণিক) ফরিদ আহমেদ, ই বেঙ্গল; অনারারী লেফটেন্যান্ট (করণিক) বুলবুল চৌধুরী, এসইউপি, ই বেঙ্গল; অনারারী লেফটেন্যান্ট (জিডি) মো. আমির হোসেন, বীর; অনারারী লেফটেন্যান্ট (জিডি) মোহাম্মদ সিরাজুল ইসলাম, বীর; অনারারী লেফটেন্যান্ট (জিডি) মো.ফকর উদ্দিন রাজী, বীর; অনারারী লেফটেন্যান্ট (জিডি) মো. আকতার উজ্জামান, বীর; অনারারী লেফটেন্যান্ট (জিডি) মো. জয়নাল আবেদীন, বীর; অনারারী লেফটেন্যান্ট (জিডি) মো. জসিম উদ্দিন, বীর; অনারারী লেফটেন্যান্ট (জিডি) মো. ছমেদ আলী, বীর; অনারারী লেফটেন্যান্ট (জিডি) মো.আবু বক্কর ছিদ্দিক, বীর; অনারারী লেফটেন্যান্ট (জিডি) মো. আব্দুর রউফ, বীর; অনারারী লেফটেন্যান্ট (জিডি) আব্দুর রউফ গাজী, বীর; অনারারী লেফটেন্যান্ট (এমটি) মো. আলমগীর হোসেন আকন্দ, এএসসি; অনারারী লেফটেন্যান্ট (এমটি) মো. হামিদুর রহমান, এএসসি; অনারারী লেফটেন্যান্ট (করণিক) মো. আরিফুর রহমান, এএসসি; অনারারী লেফটেন্যান্ট (স্টেনো) জসীম উদ্দীন, এসিসি এবং অনারারী লেফটেন্যান্ট (ডিটি) মো. নূর নবী মন্ডল, এডিসি।
সেনাবাহিনীর ৪২ জন মাস্টার ওয়ারেন্ট অফিসার পদমর্যাদার জুনিয়র কমিশন্ড অফিসার থেকে অনারারী লেফটেন্যান্ট পদে কমিশন প্রাপ্তরা হলেন
মাস্টার ওয়ারেন্ট অফিসার (ড্রাইভার) মো. আলহাজ উদ্দিন, আর্মার্ড; মাস্টার ওয়ারেন্ট অফিসার (গানার) মোহাম্মদ নুরুল হোছাইন, আর্মার্ড; মাস্টার ওয়ারেন্ট অফিসার (গানার) মো.আব্দুল কাফি সরকার, এসপিপি, আর্টিলারি; মাস্টার ওয়ারেন্ট অফিসার (গানার) মো. দুলাল মিয়া, আর্টিলারি; মাস্টার ওয়ারেন্ট অফিসার (গানার) মোহাম্মদ শাহীন মিয়া, আর্টিলারি; মাস্টার ওয়ারেন্ট অফিসার (গানার) মো. আব্দুল খালেক, আর্টিলারি; মাস্টার ওয়ারেন্ট অফিসার (গানার) মোহাম্মদ আনোয়ার হোসেন, আর্টিলারি; মাস্টার ওয়ারেন্ট অফিসার (গানার) মো. সেলিম মিয়া, আর্টিলারি; মাস্টার ওয়ারেন্ট অফিসার (করনিক) মো. শুকুর মাহমুদ, আর্টিলারি; মাস্টার ওয়ারেন্ট অফিসার (করণিক) মোহাম্মদ হারুনুর রশিদ, আর্টিলারি; মাস্টার ওয়ারেন্ট অফিসার (ওসিইউ) মো. আসাদুজ্জামান, আর্টিলারি; মাস্টার ওয়ারেন্ট অফিসার (এই) মো. আহসান হাবিব, ইঞ্জিনিয়ার্স; মাস্টার ওয়ারেন্ট অফিসার (ইলেকট্রিশিয়ান) মোহা. মাহাবুর রহমান, এসজিপি, ইঞ্জিনিয়ার্স; মাস্টার ওয়ারেন্ট অফিসার (এই) মোহাম্মদ সিরাজ উদ্দিন হেলাল, ইঞ্জিনিয়ার্স।
মাস্টার ওয়ারেন্ট অফিসার (জিডি) মো.হাবিবুর রহমান, ই বেঙ্গল; মাস্টার ওয়ারেন্ট অফিসার (জিডি) মুহাম্মদ গোলাম মোস্তফা, ই বেঙ্গল; মাস্টার ওয়ারেন্ট অফিসার (জিডি) মো.খোরশেদ আলম, ই বেঙ্গল; মাস্টার ওয়ারেন্ট অফিসার (জিডি) মো.আনিছুর রহমান, ই বেঙ্গল; মাস্টার ওয়ারেন্ট অফিসার (জিডি) মোহাম্মদ কবির হোসেন, ই বেঙ্গল; মাস্টার ওয়ারেন্ট অফিসার (জিডি) মো.ছাইফুল ইসলাম সিদ্দিকী, ই বেঙ্গল; মাষ্টার ওয়ারেন্ট অফিসার (জিডি) মো. নাছির উদ্দিন আহমেদ, ই বেঙ্গল; মাস্টার ওয়ারেন্ট অফিসার (জিডি) মো. আব্দুল মান্নান, ই বেঙ্গল; মাস্টার ওয়ারেন্ট অফিসার (জিডি) মো.রশিদ-উর-রহমান, বীর; মাস্টার ওয়ারেন্ট অফিসার (জিডি) আহসান হাবীব, বীর; মাস্টার ওয়ারেন্ট অফিসার (জিডি) মো.দেলওয়ার হোসেন, বীর; মাস্টার ওয়ারেন্ট অফিসার (জিডি) মো. এনামুল হক, বীর; মাস্টার ওয়ারেন্ট অফিসার (জিডি) মোঃ নজরুল ইসলাম, বীর; মাষ্টার ওয়ারেন্ট অফিসার (জিডি) মো. রফিকুল ইসলাম, বীর।
মাস্টার ওয়ারেন্ট অফিসার (করণিক) মো. শাহজাহান, বীর; মাষ্টার ওয়ারেন্ট অফিসার (জিডি) মোহা. ওবাইদুর রহমান, বীর; মাস্টার ওয়ারেন্ট অফিসার (জিডি) মো. নুরুল ইসলাম, বীর; মাস্টার ওয়ারেন্ট অফিসার (জিডি) মো. মাহবুব বিল্লাহ ফারুকী, বীর; মাস্টার ওয়ারেন্ট অফিসার (জিডি) মো.আব্দুর রকিব, বীর; মাস্টার ওয়ারেন্ট অফিসার (করণিক) মো. কবিরুল কাজী, বীর; মাস্টার ওয়ারেন্ট অফিসার (জিডি) শাহাজাহান, বীর; মাষ্টার ওয়ারেন্ট অফিসার (এসএমএস) মো. আব্দুল্লাহ, এএসসি; মাস্টার ওয়ারেন্ট অফিসার (ডিডব্লিউ) মো. অববাস আলী, ইএমই; মাস্টার ওয়ারেন্ট অফিসার (করণিক) মো. জাহাঙ্গীর আলম সরকার, এসিসি; মাস্টার ওয়ারেন্ট অফিসার (এমটি) মো. জাকির হোসেন, এএমসি এবং মাস্টার ওয়ারেন্ট অফিসার (এমএ) মো. আবুল কাবিউ আজাদ, এসইউপি, এএমসি।
এদিকে, বাংলাদেশ নৌবাহিনীর ২২ জন মাস্টার চীফ পেটি অফিসার (এমসিপিও) পদমর্যাদার জুনিয়র কমিশন্ড অফিসার থেকে অনারারী সাব লেফটেন্যান্ট পদে কমিশন প্রাপ্তরা হলেন;
মিজিফারুক আহাম্মেদ, এমসিপিও (এক্স) (এফসি-১) এনপিপি; মোহাম্মদ আশরাফ উদ্দিন খান, এমসিপিও (এক্স) (পিআরআই) এনপিপি, মো. গিয়াস উদ্দিন, এমসিপিও (ই); মোহাম্মদ খলিলুর রহমান মিঞা, এমসিপিও (এক্স) (কিউএ-১) পিসিজিএস; মোহাম্মদ আবু তাহের মিয়া, এমসিপিও (এস); মোহাম্মদ ইবনে সাইদ, এমসিপিও (এস); মোহাম্মদ রেজাউল করিম, এমসিপিও(এল); মোহাম্মদ সাজ্জাদ আলী, এমসিপিও (কম); মো.আবু তালেব, এমসিপিও (আর); মুহা; বেলায়েত হোসেন, এমসিপিও (ওই)।
মোহাম্মদ জোবায়েদ হোসেন, এমসিপিও (এস); মোহাম্মদ আনোয়ার হোসেন, এমসিপিও (মেড) (ওটিএ); মোহাম্মদ নজরুল ইসলাম, এমসিপিও (এক্স) (সিডি-১); মোহাম্মদ রেজাউল করিম, এমসিপিও (ক্যাট); জামিল আহম্মেদ, এমসিপিও (এক্স) (জিআই); মোহাম্মদ হাবিবুর রহমান, এমসিপিও (এক্স) (কিউআরপি-১) (বিসিজিএম); মোহাম্মদ জসিম উদ্দিন, এমসিপিও (ই); মোহাম্মদ মনিরুল ইসলাম, এমসিপিও (ক্যাট); এস এম জাহাঙ্গীর হোসেন, এমসিপিও (ই); সাজ্জাদুল হক আহম্মদ, এমসিপিও (রেগ); মোহাম্মদ নাজিম উদ্দিন, এমসিপিও (এক্স) (টিডি-১); মোহাম্মদ খাইরুল ইসলাম, এমসিপিও (ক্যাট)।
সেনা ও নৌবাহিনীর এ অনারারী কমিশন ১৬ ডিসেম্বর থেকে কার্যকর হবে বলে প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে জারি করা প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।