মৃত্যু ও আখিরাত প্রস্তুতির গুরুত্ব


মৃত্যু আমাদের জীবনের একটি অবশ্যম্ভাবী সত্য, যা আমাদেরকে প্রতিটি মুহূর্তে স্মরণ করতে হবে। আল্লাহ তাআলা বলেন, ‘কেউ জানে না সে আগামীকাল কী উপার্জন করবে এবং কেউ জানে না তার মৃত্যু কোথায় ঘটবে।’ (সুরা: লুকমান, আয়াত: ৩৪)। এই আয়াতের মাধ্যমে আমাদেরকে স্মরণ করানো হচ্ছে যে, মৃত্যু যে কোনো মুহূর্তে আসতে পারে এবং আমাদের প্রস্তুতি নেওয়া উচিত।
রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘হে মানুষ! মৃত্যু আসার আগেই মৃত্যুর জন্য প্রস্তুত হও।’ (মুস্তাদরাকে হাকেম, হাদিস: ৮৯৪৯)। কিছু মৃত্যু আমাদেরকে শোকের সাগরে ভাসিয়ে দেয়, আবার কিছু মৃত্যু জুলুম-অত্যাচারের অবসান ঘটায়। কবি বলেছেন, ‘এমন জীবন তুমি করিবে গঠন/মরণে হাসিবে তুমি কাঁদিবে ভুবন।’
ভালো মৃত্যুর জন্য আমাদেরকে আল্লাহর রহমত ও নেক আমলের দিকে মনোযোগ দিতে হবে। রাসুল (সা.) বলেছেন, ‘আল্লাহ তাআলা কোনো বান্দার মঙ্গল চাইলে তাকে যোগ্য করে তোলেন।’ (তিরমিজি, হাদিস: ২১৪২)। মুমিনদের উচিত আল্লাহর প্রতি ভালো ধারণা পোষণ করা, কারণ আল্লাহ আমাদের ধারণা অনুযায়ী আমাদের সঙ্গে আচরণ করেন।
মৃত্যুকে স্মরণ করার একটি উপায় হলো কবর জিয়ারত। কবর জিয়ারত আমাদেরকে মৃত্যুর ভয়াবহতা ও আখিরাতের স্মরণ করিয়ে দেয়। রাসুল (সা.) বলেছেন, ‘কবর জিয়ারত করো। কেননা তা দুনিয়াবিমুখতা এনে দেয় এবং আখিরাতের স্মরণ করিয়ে দেয়।’ (ইবনে মাজাহ, হাদিস: ১৫৭১)।
আমরা যেন মৃত্যুর প্রস্তুতি নিই এবং আল্লাহর কাছে ভালো মৃত্যুর জন্য দোয়া করি। হে আল্লাহ! আপনি আমাদের ভালো মৃত্যুর প্রস্তুতি নেওয়ার তাওফিক দিন। আমিন।