f
রাজনীতি

মেয়র হিসেবে ইশরাকে ঘোষণা করে দেওয়া রায়ের কপি পেলে দ্রুত ব্যবস্থা নেবে নির্বাচন কমিশন

নির্বাচন কমিশন (ইসি) জানিয়েছে, তারা রায়ের কপি পাওয়ার পর দ্রুত ব্যবস্থা নেবে।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র হিসেবে বিএনপি প্রার্থী ইশরাক হোসেনকে আদালতের রায়ের মাধ্যমে বিজয়ী ঘোষণা করা হয়েছে।

বৃহস্পতিবার (২৭ মার্চ) নির্বাচন ভবনে ইসি সচিব আখতার আহমেদ সাংবাদিকদের বলেন, “আমরা আদালতের রায়ের প্রতি শ্রদ্ধাশীল। আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। রায়ের কপি পাওয়ার পর দেরি করার কোনো সুযোগ নেই।”

২০২০ সালের ১ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনের ফল বাতিল করে ইশরাক হোসেনকে বিজয়ী ঘোষণা করে আদালত। ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ মো. নুরুল ইসলাম এ রায় দেন। আদালতের আদেশে সাবেক মেয়র শেখ ফজলে নূর তাপসের গেজেট বাতিল করা হয়।

ইশরাক হোসেনের আইনজীবী তাহেরুল ইসলাম তৌহিদ জানান, তারা অনিয়ম ও দুর্নীতির অভিযোগে নির্বাচন বাতিলের মামলা করেছিলেন এবং আদালত তাদের পক্ষে রায় দিয়েছে।

২০২০ সালের নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী আতিকুল ইসলাম উত্তরে এবং শেখ ফজলে নূর তাপস দক্ষিণে মেয়র নির্বাচিত হন। নির্বাচনের ফলাফল প্রকাশের পর তাদের শপথগ্রহণ করা হয়, কিন্তু পরবর্তীতে রাজনৈতিক পরিবর্তনের কারণে তাদের মেয়র পদ থেকে বহিষ্কার করা হয়।

নির্বাচনী আইন অনুযায়ী, ফলাফলের গেজেট প্রকাশের ৩০ দিনের মধ্যে সংক্ষুব্ধ প্রার্থীকে আবেদন করতে হয় এবং ট্রাইব্যুনাল ১৮০ দিনের মধ্যে মামলার নিষ্পত্তি করবে।

ইশরাক হোসেন বিএনপির সাবেক ভাইস চেয়ারম্যান ও প্রয়াত মেয়র সাদেক হোসেন খোকার ছেলে।

Back to top button