f
জাতীয়

যতদিন আছি, একতা নিয়েই থাকব : প্রধান উপদেষ্টা

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, ঐক্যবদ্ধভাবে এই সরকারের প্রতিষ্ঠা হয়েছে এবং ছাত্ররা জুলাই ঘোষণাপত্র দেয়ার দাবি তুলেছে। তিনি বলেছেন, যদি ঐক্যবদ্ধভাবে এটি করতে না পারা যায়, তবে এর উদ্দেশ্য ব্যাহত হবে এবং এমন হলে এটি বাস্তবায়নযোগ্যও হবে না। এজন্যই আজ তিনি সকল রাজনৈতিক দলের সঙ্গে বসেছেন এবং সবাইকে একত্রে দেখে সাহস পাচ্ছেন। তিনি আরও বলেছেন, যতদিন তিনি আছেন, ঐক্যবদ্ধভাবেই কাজ করবেন।

এই বক্তব্যগুলো তিনি বৃহস্পতিবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সর্বদলীয় বৈঠকের শুরুতে বলেন। বৈঠকে বিএনপি, জামায়াত, ইসলামী আন্দোলন বাংলাদেশ, গণ অধিকার পরিষদ, জাতীয় নাগরিক কমিটি, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, গণতন্ত্রের মঞ্চ, জাতীয় গণফ্রন্ট, খেলাফত মজলিসসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন অংশগ্রহণ করেছে।

প্রধান উপদেষ্টা বলেন, “যখন আশপাশে আপনাদের দেখি না, তখন নিজেকে দুর্বল মনে হয়, কিন্তু যখন আপনাদের দেখি তখন মনে হয় আমরা একত্রে আছি। একতাতেই আমাদের শক্তি।” তিনি আরও উল্লেখ করেন, ছাত্ররা যখন জুলাই ঘোষণাপত্র দেওয়ার প্রস্তাব দেয়, তখন তিনি তাদের বলেছিলেন যে এটি একতাবদ্ধভাবে করতে হবে। “যেভাবে একতাবদ্ধ হয়ে আন্দোলন করেছিলেন, সেভাবেই একতাবদ্ধ হয়ে ঘোষণাপত্র দিতে হবে,” বলেন তিনি।

Back to top button